শাহরুখ খানকে সরাসরি চিঠি লিখেন রাহুল গান্ধী, আরিয়ানের গ্রেফতারি নিয়ে কি বললেন কংগ্রেস নেতা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/11/2021   শেষ আপডেট: 03/11/2021 9:33 p.m.
facebook.com/rahulgandhi

১৪ অক্টোবর রাহুল গান্ধী চিঠি লিখেছিলেন শাহরুখ খানকে

সুপারস্টার শাহরুখ খানের কিছু আরিয়ান খান কে যখন মাদক মামলায় গ্রেফতার করা হয়েছিল সেই সময় থেকে গোটাদেশ সম্পূর্ণরূপে উত্তাল হয়ে উঠেছিল। অনেকেই এই সময় শাহরুখ খানের পাশে দাঁড়িয়েছেন কিন্তু কেউ কেউ ছিলেন যারা শাহরুখ খানের সমালোচনা করেছিলেন। এই অবস্থায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীও নাকি বলিউড বাদশাকে চিঠি লিখেছিলেন। জানা যাচ্ছে, ১৪ অক্টোবর রাহুল গান্ধী শাহরুখ খানকে একটি খোলা চিঠি লিখেছিলেন যেখানে তিনি বলেছিলেন গোটা দেশ তোমার পাশে রয়েছে।

তবে এর থেকে বেশি রাহুল গান্ধীর এই চিঠির ব্যাপারে বেশি কিছু জানা যায়নি। তবে রাহুল যে সুপারস্টারের খারাপ সময়ে তার পাশে আছেন সেটা সম্পূর্ণ রূপে স্পষ্ট হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ২৮ অক্টোবর জামিনে মুক্তি পেয়েছেন শাহরুখ খান পুত্র আরিয়ান। মাদক মামলায় ২২ দিন বন্দী থাকার পরে শাহরুখপুত্র আরিয়ান খান মামলা থেকে মুক্তি পেয়েছেন। শাহরুখ পুত্রের গ্রেফতার হওয়ার সময় বলিউড সম্পূর্ণ দু'ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়াতে মন্তব্য না করলেও প্রথম সারির বহু নেতা শাহরুখ খানের পাশে ছিলেন। তবে, মহারাষ্ট্র সরকারের তরফ থেকে শাহরুখ খানের পাশে দাঁড়ানো হয়নি। এনসিপি নেতা নবাব মালিক প্রথম থেকেই টার্গেট রেখেছিলেন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ের উপরে।