চাইল্ড কেয়ার লিভে এবার মিলবে ৭৩০ দিন ছুটি

শ্রেয়া সাহা
প্রকাশিত: 10/08/2023   শেষ আপডেট: 10/08/2023 5:01 p.m.

এই ছুটি মা কিংবা বাবা টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নিতে পারবেনা, রয়েছে নিয়ম

এবার কেন্দ্র সরকারি কর্মীদের জন্য সুখবর। সন্তান লালনপালনের জন্য এবার থেকে কেন্দ্র সরকারি চাকরিরত মহিলারা এবং সিঙ্গল ফাদাররাও এবার থেকে ৭৩০ দিন ছুটি পাবেন। সংসদে এ কথা জানালেন কেন্দ্রীয় কর্মীবর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ। তবে এই ছুটি টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নয়, সন্তানের বয়স যত দিন না ১৮ বছর হচ্ছে, তার মধ্যে ভেঙে ভেঙে যে কোনও সময়ে এই ছুটি নেওয়া যাবে। এই ছুটিকে চাইল্ড কেয়ার লিভ (সিসিএল) হিসেবে মান্য করা হবে।

এছাড়া যে সব পুরুষ সরকারি কর্মীর বিবাহবিচ্ছেদ হয়েছে, স্ত্রীর মৃত্যু হয়েছে বা যাঁরা অবিবাহিত, তাঁরাও একই ভাবে সন্তান পালনের জন্য নিজেদের মোট কর্মজীবনে এই ৭৩০ দিন ছুটি পাবেন।

বুধবার কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, মা এবং একা সন্তান মানুষ করা বাবাদের মধ্যে যাঁরা সরকারি কর্মী, তাঁরা চাইল্ড কেয়ার লিভ (সিসিএল) খাতে ৭৩০ টি পাবেন। সন্তানের বয়স ১৮ বছর হওয়া পর্যন্ত এই ছুটি তাঁরা নিতে পারেন। এবং সন্তান যদি বিশেষ ভাবে সক্ষম হয়, তাহলে বয়সের সীমা নেই।