টলিপাড়ায় খুশির খবর, রাজ-শুভশ্রীর পর এবার সুখবর দিলেন গায়ক অনীক ধর। জানালেন দ্বিতীয় বার বাবা হচ্ছেন তিনি। এদিন মেয়ে এবং স্ত্রীর সঙ্গে সোশ্যালে ছবি শেয়ার করে অনীক লেখেন, "আমাদের দুই বলার সময় এসে গিয়েছে। সবার আশীর্বাদ চাইছি।"
অনীকের স্ত্রী দেবলীনা সাত মাসের অন্তঃসত্ত্বা। সামনেই সাধের অনুষ্ঠান। গায়ক অনীক এতদিন সুখবর ফাঁস না করলেও, বর্তমানে গায়কের পোস্টে শুভেচ্ছার বন্যা।
প্রসঙ্গত, ২০১৪ সালে ১২ ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন অনীক। এরপর ২০১৮ সালের অগস্টে মেয়ের বাবা হন অনীক ধর। মেয়ে আদ্যার বয়স এখন ৫, এর মধ্যেই এল সুখবর। সম্প্রতি জিতের 'চেঙ্গিজ'-এ সুরকার ও গায়ক হিসাবে কাজ করেছেন অনীক।