ভারতে মিলল দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের একেবারে নয়া প্রজাতির করোনার হদিশ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 17/02/2021   শেষ আপডেট: 17/02/2021 6:49 a.m.
করোনা ভাইরাস unsplash @cdc

দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের মধ্যে ৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

ব্রিটেনে ছড়িয়ে পড়া করোনার নতুন অবতার ছাপ ফেলেছিল এদেশে। আর এবারে ভারতে প্রথম করোনার দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের প্রজাতি ধরা পড়ল। জানা যাচ্ছে ৪ জন আক্রান্তের দেহে দক্ষিণ আফ্রিকার প্রজাতি এবং ১ জনের দেহে ব্রাজিলীয় প্রজাতির নমুনা পাওয়া গিয়েছে। মঙ্গলবার ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের মধ্যে ৪ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ঐ চারজনকে এখন কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

আবার আইসিএমআর এর ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, তাদের সংস্থাপনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি তে এই নতুন প্রজাতির করণা মিলেছে। ইতিমধ্যেই এই নতুন ভাইরাস নিয়ে কাজ করা শুরু হয়ে গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ব্রাজিলের নমুনা নিয়ে পুনের ওই ইনস্টিটিউটে বর্তমানে কাজ করছে। প্রসঙ্গত, বর্তমানে ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা কমে ১০,০০০ হাজার দাড়িয়েছে। একমাত্র কেরল এবং মহারাষ্ট্র ছাড়া দেশের বাকি শহরগুলিতে এবং অন্যান্য রাজ্যে করণা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। কিন্তু তারই মাঝে আবার নতুন করে কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের নতুন প্রজাতির করোনাভাইরাস।