দেশজুড়ে ছড়াচ্ছে বার্ড ফ্লু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/01/2021   শেষ আপডেট: 05/01/2021 11:33 a.m.
-

মধ্যপ্রদেশ, হিমাচল, কেরালা, রাজস্থানে ব্যাপক সংক্রমণ

এখনো মোকাবিলা হয়নি করোনা, এরই মাঝে দেশজুড়ে শুরু হয়েছে বার্ড-ফ্লু'র সংক্রমণ। ইতিমধ্যেই মধ্যপ্রদেশ ও হিমাচলে পাখিমৃত্যু চরমে আবার একই সাথে কেরালা ও রাজস্থানেও সংক্রমণ শুরু হওয়ায় দেশের প্রত্যেক রাজ্যকে কড়া সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে।

N5H1 নামে একপ্রকার ভাইরাসঘটিত সংক্রমণের জেরে পাখিদের শ্বাসকষ্ট পরিলক্ষিত হয় যা খুব দ্রুত ছড়িয়ে পড়ে প্রাণহানি ঘটায়। রাজস্থান ও মধ্যপ্রদেশ মিলিয়ে ৩০০ কাকের মৃত্যু, কেরলের কোয়াট্টামের এক খামারে ১৭০০ হাঁস মৃত্যু, হিমাচলে আড়াই হাজার পরিযায়ী পাখির মৃত্যু নিয়ে স্বভাবতই উদ্বিগ্ন সংশ্লিষ্ট রাজ্যের প্রশাসন। কেরলে চল্লিশ হাজার পাখির কালিং ও রাজস্থানেও জরি হয়েছে বার্ড ফ্লু এলার্ট। হিমাচলের কাংড়ায় মুরগি, মুরগির ডিম ও মাছ বিক্রি বন্ধ করা হয়েছে , কেরালায় রোগ ছড়ানো প্রতিরোধে ৩৬ হাজার হাঁস মেরে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং ভোপালের গবেষণাগারেও চলছে শনাক্তকরণের পরীক্ষা। আপাতত ৪ রাজ্যে সীমাবদ্ধ থাকলেও বাকিদেরও সতর্ক করা হয়েছে।