কয়েক সপ্তাহ পরেই পছন্দের করোনার ভ্যাকসিন নেওয়া যাবে, খরচ করতে হবে ২৫০ টাকা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 28/02/2021   শেষ আপডেট: 28/02/2021 5:11 p.m.

কয়েক সপ্তাহ পরেই পছন্দের করোনার ভ্যাকসিন নেওয়া যাবে, খরচ করতে হবে ২৫০ টাকা

গত বছরের মার্চ মাস থেকে সমগ্র বিশ্ববাসী করোনা ভাইরাস প্যানডেমিকের জন্য অতিষ্ঠ হয়ে আছে। সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক পড়ে প্রতিনিয়ত জীবনযাপন করতে চরম সমস্যায় পড়তে হয়েছে সবাইকে। কিন্তু নতুন বছরের শুরুতে আশার আলো হয়ে দাঁড়িয়েছে ভারতের করোনা টিকাকরন। প্রথমে একটা ভ্যাকসিন দিয়ে শুরু হলেও আর কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে চলে আসবে ৩-৪ টি করোনার ভ্যাকসিন। তারপর মানুষ তাদের পছন্দমত ভ্যাকসিন নেওয়ার সুযোগ পাবে। এমনটাই জানিয়েছেন AIIMS এর প্রধান ডা. রণদীপ গুলেরিয়া। তিনি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন, "ভারতে আপাতত আর কয়েক সপ্তাহের মধ্যে ৩-৪ টি নতুন ভ্যাকসিন চলে আসবে। তারপর মানুষ তাদের ইচ্ছামত ভ্যাকসিন নিতে পারবে। তবে একটি কেন্দ্রে সবগুলি ভ্যাকসিন পাওয়া যাবে না। একটি কেন্দ্রে একটি ভ্যাকসিন থাকবে। হয়তো একেকটি এলাকায় একাধিক বেসরকারি হাসপাতালে টিকাকরণ চলবে। মানুষ তাদের পছন্দমতো জায়গায় গিয়ে ভ্যাকসিন নিতে পারবে।"

প্রসঙ্গত উল্লেখ্য, আবার নতুনভাবে দেশের ছটি রাজ্যে করোনা সংক্রমণ লাফিয়ে বাড়ছে। তাই এই পরিস্থিতিতে টিকাকরণের গতি বাড়ানো উচিত বলে মনে করছেন চিকিৎসকরা। দেশ ইতিমধ্যে বহু মানুষের ভ্যাকসিন নেওয়া হলেও ভারতের বিপুল জনসংখ্যার নিরিখে। বিপুল সংখ্যক টিকাকরণ হলে তবেই এই সংক্রমণ কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ইতিমধ্যেই কেন্দ্র সরকারের পক্ষে জানিয়ে দেয়া হয়েছে যে স্বাস্থ্য কেন্দ্র বা বেসরকারি হাসপাতাল থেকে করণা ভ্যাকসিন নিতে খরচ করতে হবে ২৫০ টাকা।। এছাড়া বর্তমানে দ্বিতীয় পর্যায়ে বিনামূল্যে ষাটোর্ধ্ব ও ৪৫ ঊর্ধ্বে ব্যক্তিরা টিকা পাবে।