এবার ভারতেই তৈরি হবে আইফোন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/12/2020   শেষ আপডেট: 05/12/2020 3:40 p.m.
Unsplash

তামিলনাড়ুতে কারখানা খুলছে টাটা সন্স

ভারতে কারখানা খোলার জন্য বহুজাতিক সংস্থাগুলির কাছে আহ্বান জানিয়েছে কেন্দ্র সরকার৷ সেই ডাকে সাড়া দিয়ে তামিলনাড়ুর হোসুরে একটি আইফোন ও তার যন্ত্রাংশ তৈরির কারখানা খুলতে চলেছে টাটা সন্স৷ ফলে এবার দেশেই তৈরি হবে আইফোন৷

ইতিমধ্যেই শিল্প উন্নয়ন কর্তৃপক্ষ টাটা ইলেকট্রনিক্সের জন্য ৫০০ একর জমি বরাদ্দ করেছে৷ ওই জমিতে টাইটান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন লিমিটেডের প্রযুক্তিগত সাহায্য কাজে লাগিয়ে নতুন কারখানা চালু হবে৷ এজন্য টাটা সন্স মোট ১০০ কোটি মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৭ হাজার থেকে ৮ হাজার কোটি টাকার বিদেশি বিনিয়োগ তুলবে বলে স্থির করেছে৷ তৈরি হওয়া আইফোন বিক্রি করা হবে বিদেশের বাজারেও৷

ফলে তৈরি হয়েছে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা৷ কারখানাটিকে নিজের রাজ্যে আনার জন্য তামিলনাড়ুর পাশাপাশি ঝাঁপিয়েছিল কর্ণাটকও৷ যদিও শেষ পর্যন্ত জয় হল তামিলনাড়ুরই৷