কথা শোনেনি সৌদি আরব, প্রতিবাদস্বরূপ তেল কিনতে নারাজ ভারত!

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 18/03/2021   শেষ আপডেট: 18/03/2021 5:11 p.m.

প্রতি মাসে সৌদি আরব থেকে প্রায় ১ কোটি ৪৭ লক্ষ ব্যারেল ক্রুড অয়েল কেনে ভারত

ক্রমশ ভারতে বাড়ছে তেলের দাম। আর নয়াদিল্লি দাবি করেছিল খনিজ তেল সরবরাহকারী দেশগুলি তেলের সরবরাহ বৃদ্ধি করুক। আর তাতে কোনোরকম সায় মেলেনি সৌদি আরবের তরফে। আর তাই প্রতিবাদস্বরূপ আগামী মে মাসে সৌদি আরবের থেকে তেল আমদানি কমানোর সিদ্ধান্ত নিল ভারত।

সংবাদসংস্থা সূত্রে খবর, মধ্য প্রাচ্যের অপরিশোধিত তেলের উপর নির্ভরতা কমানো মোদী সরকারের লক্ষ্য। তাই আত্মনির্ভরতার পথে এবং প্রতিবাদস্বরূপ প্রায় এক-চতূর্থাংশ কম তেল কেনা হবে সৌদি আরবের থেকে। ইতিমধ্যেই এমন নির্দেশিকা ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম, হিন্দুস্তান পেট্রোলিয়াম ও ম্যাঙ্গালোর রিফাইনারির কাছেও পৌঁছে গেছে।

জানা যাচ্ছে, প্রতি মাসে সৌদি আরব থেকে প্রায় ১ কোটি ৪৭ লক্ষ ব্যারেল ক্রুড অয়েল কেনে ভারত। তবে মে মাস থেকে ১ কোটি আট লক্ষ ব্যারেল কিনবে ভারত। সংবাদমাধ্যম সূত্রের খবর, কেন্দ্রীয় জ্বালানি তেল মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একই অভিযোগ করেছেন বলেন, তিনি OPEC অন্তর্ভুক্ত দেশগুলিকে সরবরাহ স্বাভাবিক করতে অনুরোধ করেন। তবে কর্ণপাত করেনি সৌদি আরব।