Dollar vs Rupee: বেনজির রেকর্ড! ডলার প্রতি টাকার দাম নেমে ৮০-তে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/07/2022   শেষ আপডেট: 19/07/2022 11:53 a.m.

টাকার দামে রেকর্ড পতন, বড়সড় আর্থিক বিপর্যয়ের পূর্বাভাস

গত দিন কয়েক ধরেই অর্থনীতিবিদদের একাংশ আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেই আশঙ্কাই এবার সত্যি হল। টাকার দামে (Indian Rupee) রেকর্ড পতন ঘটল। মঙ্গলবার ডলার প্রতি টাকার মূল্য ৮০-তে পৌঁছাল। যা রেকর্ড তো বটেই, তবে সামনে যে বড়সড় আর্থিক বিপর্যয় আসতে চলেছে, এ যেন তার ইঙ্গিত, বলছেন একাংশ।

মঙ্গলবার বাজার খোলার সময় ডলার পিছু ভারতীয় মুদ্রার দাম ছিল ৭৯.৯৯ টাকা। বাজার খোলার কিছুক্ষণের মধ্যেই তা ৮০ ছাড়িয়ে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী দীর্ঘ সময় ৮০.০২ টাকার অঙ্কে দাঁড়িয়ে ছিল। এমন ঘটনা আগে কখনও ঘটেনি বলছেন একাংশ। ডলার প্রতি রুপি ৮০ ছাড়িয়ে যাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলছেন অর্থনীতিবিদদের একাংশ।

এমন পরিস্থিতির কারণ কী? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ, অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি, বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ধীরে ধীরে নিজেদের জমা পুঁজি তুলে নেওয়ার মতো ঘটনা, বিভিন্ন কারণেই টাকার দামের ক্রমাগত পতন হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে গোটা বিশ্বের অর্থনৈতিক পরিকাঠামোতে চরম পরিবর্তন আসতে চলেছে, অভিমত ওয়াকিবহাল মহলের।

মার্কিন যুক্তরাষ্ট্রেও মুদ্রাস্ফীতির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে। গত মাসেই প্রায় ৯.১ শতাংশ মুদ্রাস্ফীতি হয়েছে অর্থাৎ একমাসেই নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম ৯ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। আমেরিকার অর্থনীতির বাজারই বিশ্বের সবথেকে বড় বাজার হওয়ায়, সে দেশের মুদ্রাস্ফীতির প্রভাব বাকি দেশগুলির উপর পড়ে থাকে। একাধিক অর্থনীতিবিদরা ইতিমধ্যেই আমেরিকায় সবথেকে ভয়ঙ্কর আর্থিক মন্দা শুরু হওয়ার ইঙ্গিত দিয়েছেন। এরফলে বাকি দেশগুলির মুদ্রার দামেও ব্যাপক পতন হবে এমনটাই অভিমত অর্থনীতিবিদদের।