RBI Repo Rate: মূল্যবৃদ্ধি রুখতে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত আরবিআইয়ের, বাড়ল ৫০ বেসিস পয়েন্ট

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/06/2022   শেষ আপডেট: 08/06/2022 11:27 a.m.
আরবিআই twitter@rbi

বাড়তে পারে ইএমআই খরচ, কোথায় কোথায় সরাসরি প্রভাব, দেখে নিন বিস্তারিত

এক মাসে মধ্যেই ফের বাড়ল রেপো রেট। বুধবার সাংবাদিক সম্মেলনে জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। এক মাসের মধ্যেই বাড়িয়ে দেওয়া হল ৫০ বেসিস পয়েন্ট। যার ফলে আজ থেকে নতুন রেপো রেট দাঁড়াচ্ছে ৪.৯০ শতাংশ।

অগাস্ট ২০১৮ সালের পর গত মাসে ৪০ বেসিস পয়েন্ট বেড়ে নতুন রেপো রেট হয়েছিল ৪.৪০ শতাংশ। আজ সাংবাদিক সম্মেলনে আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, মনিটারি পলিসি কমিটির (MPC) সুপারিশ মোতাবেক ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে নতুন রেপো রেট ৪.৯০ শতাংশে উন্নীত করা হল। রেপো রেট বাড়লেও চলতি অর্থবর্ষে ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার ৭.২ শতাংশে থাকবে বলে আশা প্রকাশ করেছে আরবিআই।

রেপো রেট বাড়লে কোথায় প্রভাব পড়বে? সাধারণত আরবিআই যখন রেপো রেট বাড়ায়, তখন ব্যাঙ্কিং সেক্টরগুলিতে তার প্রভাব পড়ে। ব্যাঙ্কগুলি সাধারণত হোম লোন, গাড়ি লোন এবং অন্যান্যগুলির বিপরীতে সুদের হার বাড়িয়ে দিতে বাধ্য থাকে। যদি ব্যাঙ্কগুলি সুদের হার বাড়ায়, তাহলে ইএমআই খরচও বেড়ে যাওয়ার সম্ভাবন। ঋণগ্রহীতাদের কাছে এর বাড়তি প্রভাব পড়তে চলেছে।

আচমকাই এই রেপো রেট বৃদ্ধির কারণ কী? ঘটনাটি আচমকা নয়। গত কয়েক দিন ধরেই রেপো রেট বৃদ্ধির গুঞ্জন শোনা যাচ্ছিল। এমনিতেই মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থা আমজনতার। গত কয়েক সপ্তাহে জ্বালানির দাম ফের বৃদ্ধি পেয়েছে। রান্নার গ্যাসের দাম হাজার টাকা অতিক্রম করেছে। অন্যদিকে ডলারের নিরিখে টাকার রেকর্ড হারে পতন হয়েছে। প্রতিদিন ধস নামছে শেয়ার বাজারেও। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে ফের রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত আরবিআইয়ের। মানিটারি পলিসি কমিটির তিনদিনের জরুরি বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানাল আরবিআই।