চীনের জোহান সনশনকে টপকে এশিয়ার দ্বিতীয় ধনীর তালিকায় চলে এল গৌতম আদানি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/05/2021   শেষ আপডেট: 22/05/2021 12:33 p.m.
এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি instagram.com/gautam.adani

এই মুহূর্তে গৌতম আদানির সম্পত্তির পরিমাণ ৬৭.৫ বিলিয়ন ডলার

গত কয়েক বছরে আদানি গ্রুপের ক্রমবৃদ্ধি সকলের নজরে ছিল। এবার আদানি গ্রুপ নতুন শিরোপার অধিকারী। চীনের জোহান সনশনকে টপকে এশিয়ার দ্বিতীয় ধনীদের তালিকায় উঠে এল গৌতম আদানি। বর্তমানে গৌতম আদানির মোট সম্পত্তির পরিমাণ ৬৭.৫ বিলিয়ন, সেখানে চীনের সর্বোচ্চ ধনী জোহান সনশনের মোট সম্পত্তির পরিমাণ ৬৩.৬ বিলিয়ন।

কোভিড আবহে বিশ্ব অর্থনীতি মন্দা। কিন্তু গত কয়েক বছরে আদানি গ্রুপের শ্রীবৃদ্ধিতে চোখ টাটাচ্ছিল অনেকেই। কিন্তু সমস্ত রেকর্ড ভেঙে তিনি এশিয়ার দ্বিতীয় ধনীদের তালিকায় চলে এসেছেন। এশিয়ার প্রথম ধনীর তালিকায় আছেন মুকেশ আম্বানি। তাঁর সম্পত্তির পরিমাণ ৭৬.৫ বিলিয়ন ডলার। আদানি গ্রুপ গত কয়েক বছরে যেভাবে সম্পত্তি বাড়িয়ে চলেছেন, খুব তাড়াতাড়ি মুকেশ আম্বানিকেও টপকে যেতে পারেন বলে অনেকে মনে করছেন। পরপর দু'বছর আম্বানি গ্রুপ এশিয়ার ধনী তালিকায় প্রথম স্থান দখল করে রেখেছেন, এবার সেই তালিকায় দ্বিতীয় স্থানে চলে এল আদানি গ্রুপ।

ব্লুম ইনডেক্স জানিয়েছে, কোভিড পরিস্থিতিতে গোটা বিশ্ব অর্থনৈতিক সংকটে পড়েছে। তার জেরে চীনের জোহান সনশন ১২ বিলিয়ন ডলার খুইয়েছেন, আর তৃতীয় স্থানে নেমে এসেছেন। অন্যদিকে গৌতম আদানির গ্রুপ ৩৪ বিলিয়ন ডলার সম্পত্তি বাড়িয়ে দ্বিতীয় স্থানে চলে এসেছে।আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন, আদানি টোটাল গ্যাস, আদানি ট্রান্সমিশন, আদানি পোর্ট, আদানি বিমানবন্দর বিশ্বে যথেষ্ট প্রভাব তৈরি করেছে। উল্লেখ্য, আদানি গ্রুপের কয়েকটি ক্ষেত্র গত কয়েক বছরে দ্বিগুণ, তিনগুণ মুনাফা অর্জন করেছে।