আম্বানিকে পিছনে ফেলে এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপা অর্জন আদানির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/02/2022   শেষ আপডেট: 08/02/2022 9:38 a.m.
এশিয়ার দ্বিতীয় ধনী ব্যক্তি গৌতম আদানি instagram.com/gautam.adani

বিশ্বের বৃহত্তম সম্পদ অর্জনকারীরও মুকুট উঠেছে আদানির মাথাতেই

ভারতীয় আরবপতি (billionaire) গৌতম আদানি (Gautam Adani) প্রথমবারের জন্য মোট সম্পদের পরিমাণে পিছনে ফেললেন মুকেশ আম্বানিকে (Mukesh Ambani)। একইসাথে এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপাও অর্জন করলেন তিনি।

সোমবার আদানির মোট সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়ায় ৮৮.৫ বিলিওন ডলার। যেখানে রিলায়েন্সের (reliance) মালিক এবং কর্ণধার মুকেশ আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ৮৭.৯ বিলিওন ডলার। ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্সের (bloomberg billionaire index) তথ্যানুযায়ী, নিজস্ব সম্পত্তিতে প্রায় ১২ বিলিওন ডলারের লাফ দেওয়ার পর বর্তমানে আদানিই এশিয়ার ধনীতম ব্যক্তি। সেইসাথে বিশ্বের বৃহত্তম সম্পদ অর্জনকারীরও মুকুট উঠেছে ৫৯ বছর বয়স্ক আদানির মাথাতেই।

দেখা গিয়েছে, বিগত ২ বছরে আদানি গ্রুপের (Adani group) একাধিক স্টক ৬০০ শতাংশরও বেশি বৃদ্ধি পেয়েছে, যার অন্যতম কারন, সম্প্রতি প্রচলিত শক্তি থেকে সবুজ শক্তিকে (green energy) বেশি প্রাধান্য দিয়েছে আদানি গ্রুপ। পাশাপাশি, প্রধানমন্ত্রীর ২.৯ ট্রিলিয়ন (trillion) ডলারের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ২০৭০ সালের মধ্যে ভারতের কার্বন নেট-শূন্য লক্ষ্য পূরণ করতেও আদানি গ্রুপ ইতিমধ্যেই বড়সড় ভুমিকা পালন করতে শুরু করেছে।

উল্লেখ্য, আদানি এবং আম্বানি, ভারতের ধনীতম দুই ব্যক্তিই নবায়নযোগ্য শক্তির (renewable energy) দিকেই নিজেদের পুঁজি ব্যায় করতে বেশি উৎসাহী। আগামী তিন বছরের মধ্যে সবুজ শক্তির পিছনে ১০ বিলিওন ডলার খরচ করবেন বলে জানিয়েছেন আম্বানি। অন্যদিকে আদানি গ্রুপকে বিশ্বের বৃহত্তম নবায়নযোগ্য শক্তির উৎপাদক করে তুলতে ২০৩০ সালের মধ্যে এর পিছনে ৭০ বিলিওন ডলার ব্যায় করবেন বলেই জানিয়েছেন আদানি।