ব্যান হয়েছে ২০০টি অ্যাপ, তবুও দেশে সক্রিয় ৮০টি চিনা সংস্থা

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/02/2021   শেষ আপডেট: 09/02/2021 6:03 p.m.

তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা এবং ২০০৯ সালের তথ্যপ্রযুক্তি বিধির সংশ্লিষ্ট ধারা প্রয়োগে ব্যান করা হয়েছিল চিনা অ্যাপ

ভারত-চিন সীমান্তে উত্তেজনার পরেই ভারতে ব্যান করা হয়েছিল একশোরও বেশি চিনা অ্যাপ ও গেম। যার মধ্যে ছিল বিপুল জনপ্রিয় গেম 'পাবজি' এবং ভিডিও অ্যাপ 'টিকটক'। কিন্তু ব্যান হওয়া সত্যেই বেআইনিভাবে এখনও ভারতে অনেকেই খেলে চলেছেন পাবজি গেম, এ খবর আগেই মিলেছিল।

তবে এবার আরও স্পষ্ট হয়ে জানা গেল, শুধু 'পাবজি' নয়। ভারতে মোট ৮০টি চিনা সংস্থা এখনও সক্রিয়ভাবে ব্যবসা করছে। এদিন রাজ্যসভায় চিনা অ্যাপ, ভারতে চিনের ব্যবসা করার প্রসঙ্গে অর্থমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, 'বর্তমানে ভারতে ৯২টি চিনা সংস্থা নিবন্ধিত, আর উদ্বেগের বিষয় এর মধ্যে ৮০টি সংস্থা রয়েছে, যা  বর্তমানে সক্রিয়।'

প্রসঙ্গত, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতে ব্যান করা হয়েছিল চিনা অ্যাপ। এই সমস্ত অ্যাপের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা এবং ২০০৯ সালের তথ্যপ্রযুক্তি বিধির সংশ্লিষ্ট ধারা প্রয়োগও করেছিলেন মোদী সরকার।

চিনা কোম্পানিগুলির তরফে দেওয়া তথ্যে সন্তুষ্ট নয় কেন্দ্র। তাই এই অ্যাপগুলি চিরতরে নিষিদ্ধ করার পথে হেঁটেছিল কেন্দ্র। ২০২০ সাল জুড়ে প্রায় ২০০টি চিনা অ্যাপ ব্যান করা হয় ভারতে।