আপনি কি ব্যাঙ্কের হাজার নিয়ম থেকে বিরক্ত ? তাহলে সুরক্ষিত দীর্ঘ মেয়াদি পরিকল্পনার জন্য নয়া পরিকল্পনা এনেছে পোস্ট অফিস। এবার থেকে একবারের ডিপোজিটে প্রতি বছরে পেতে পারেন পেনশন রূপ টাকা। অবসরের পরবর্তী সময়ের জন্য এটি সেরা প্ল্যান।
আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নতুন পাইলট প্রজেক্ট চালু করছে রাজ্য সরকার
তালিকায় রয়েছে ইয়েস ব্যাংক সহ আরো বেশ কয়েকটি ব্যাংক
সন্তান আগমনের পরে প্রথম ছবি পোস্ট নুসরতের
এই পরিষেবার ওপর ভারতীয় ডাকঘর বিভিন্ন স্কিম চালু করেছে। এটি একটি বার্ষিক আয়ের স্কিম। যেই সুবিধা পাওয়া যাবে অবসরের পর। একবার ৫০০০০ টাকা দিলেই প্রতি বছরে ৩ হাজার টাকা বাড়ি বসেই পেতে পারেন। এক্ষেত্রে প্রতি মাসে আপনাকে টাকা দিতে হবে না। আপনার ইনভেস্টের টাকা অসবরকালীন সময়ের পর থেকেই পাবেন। এই স্কিমে বছরে ৬.৬ শতাংশ সুদ পাওয়া যাবে। এই সুবিধা পাওয়া যাবে জযেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও। ৩ জন মিলে জযেন্ট অ্যাকাউন্ট খোলার সুবিধা আছে।
নিয়ম অনুযায়ী, সর্ব নিম্ন ১০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যেতে পারে। সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৪.৫ লক্ষ টাকা ও জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ৯ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করা যেতে পারে। অর্থাৎ প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য ৪.৫ লক্ষ টাকা।
সম্পত্তি ১৫০ কোটির, নাম ফোর্বস-এর ১০০ ধনী ভারতীয়র তালিকায়
স্কিমের আরও কিছু নিয়মঃ
- জমা দেওয়ার ১ বছর আগে টাকা তুলে নিতে পারবেন না।
- জমা দেওয়াক ১ বছর পর বা ৩ বছরের আগে টাকা তুললে ২ শতাংশ জরিমানা করা হবে।
- জমা দেওয়ার ৩ বছর পর বা ৫ বছর আগে টাকা তুললে ১ শতাংশ জরিমানা কাটা হবে।
- প্ল্যান ম্যাচুরিটির আগে অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে নমিনি সম্পূর্ণ টাকা পাবেন।