বৃহস্পতিবার সামনে এল বহু প্রতীক্ষিত ছবি খাদান-এর টিজার। বলাবাহুল্য গত কয়েক মাস যাবত জোরকদমে ব্যস্ত ছিলেন অভিনেতা দেব। একটু একটু করে ছবির খুঁটিনাটি প্রকাশ্যে আনতেও দেখা গিয়েছে। তবে এবার সামনে এল টিজার।
‘খাদান’-এর টিজার দেখে প্রতিক্রিয়া দেন সৃজিত মুখোপাধ্যায়। সেই ভিডিও ভাগ করে নিয়েছেন অভিনেতা দেব। বাংলায় এ রকম আরও ছবি তৈরি করা উচিত বলেই মনে করেন সৃজিত মুখোপাধ্যায়।
গত কয়েক বছর মূলত পারিবারিক ছবিতেই অভিনয় করতে দেখা গিয়েছে দেবকে। তবে এবার খাদানের টিজারে দেবের সংলাপ "ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গিয়েছি। ওটা আমারই কাজ!"