আমার সন্তানের বাংলাটা ঠিক আসে না, এই কথা বলার দিন এবার শেষ। মাতৃভাষাকে গুরত্ব দিয়ে এবার সরকারি থেকে বেসরকারি- পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলেই বাংলা পড়ানো আবশ্যিক করতে চলেছে সরকার। প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা ও ইংরেজি নিতেই হবে। প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষায় নেওয়া যাবে না হিন্দি বা উর্দু কিংবা আঞ্চলিক ভাষা। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে রাজ্যের শিক্ষানীতি অনুমোদিত হতেই, সেই শিক্ষানীতিতেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বাংলা এবং ইংরেজি পড়তেই হবে প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষায়।
এর সঙ্গেই বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য এবার কমিশন গঠন করল রাজ্য। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে হবে এই কমিশন। যখন তখন স্কুলের বেতন বাড়ানো, একাধিক অভিযোগকে গুরুত্ব নিয়ে দেওয়া পুরোটাই আসবে এই কমিশনের আওতায়।