লক্ষীবারের শুরুতেই শেয়ারবাজারে শুভ সংকেত। ঊর্ধ্বমুখী সেনসেক্স (SENSEX), নিফটি (NIFTY 50)। ইতিমধ্যেই হাজারেরও বেশি পয়েন্ট বেড়েছে বিএসই সেনসেক্স। একই অবস্থা নিফটিরও। দিনের শুরুতেই ১৭ হাজারের গণ্ডি ছাড়িয়েছে নিফটি।
১০০৮ পয়েন্ট (১.৭৮ শতাংশ) বেড়ে বিএসই সেনসেক্স দাঁড়িয়ে রয়েছে ৫৭,৮২৫ পয়েন্টে (১০:২৯)। অন্যদিকে ২৮৮ পয়েন্ট বেড়ে নিফটি ১৭,২৬৩। ১.৭০ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে নিফটিতে। নিফটির ৫০ টি শেয়ারের মধ্যে ৪৭ টিরই শেয়ার উর্ধ্বমুখী। অন্যদিকে সেনসেক্সের ৩০ টি শেয়ারের মধ্যে সবকটির গ্রাফই উপরের দিকে।
এদিনের সেনসেক্সে সবচেয়ে বেশি লাভবান তিন সংস্থা - এইচ ডি এফ সি ব্যাঙ্ক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক এবং টাইটান। নিফটিতেও প্রথম তিন স্থান ধরে রেখেছে এরাই। ১০ টা ৩১ মিনিটের হিসাব অনুযায়ী, ঋণাত্মক অভিমুখে চলছে সিপলা, ওএনজিসি এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের শেয়ার।