সন্ত্রাস নিয়ে তালিবানদের কড়া বার্তা জাতি সংঘের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/09/2021   শেষ আপডেট: 01/09/2021 10:13 p.m.
রাষ্ট্রপুঞ্জ By I, Aotearoa, CC BY-SA 3.0, https://commons.wikimedia.org/w/index.php?curid=2284433

ইচ্ছে করলেই দেশ ছাড়তে পারবে আফগানরা

আফগানিস্তানের মাটি কোনও সন্ত্রাসমূলক কাজের ক্ষেত্রে ব্যবহার করতে দেওয়া হবে না, মঙ্গলার এমনটাই জানানো হয়েছে জাতি সংঘের নিরাপত্তা পরিষদের তরফে। বিশেষ করে লস্কর ই তইবা ও জইশ ই মহম্মদের মতো কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ের প্রসঙ্গ উঠতেই এই বার্তা দেওয়া হয়েছে। ইউএনএসসি-র দাবি, আফগানের মাটি কোনও দেশের ওপর হামলা বা হুমকির কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে জঙ্গিদের আশ্রয়. বিমান-ট্রেন পরিবহনে ব্যবস্থা কিংবা কোনও রকম আর্থিক সাহায্যও করা যাবে না।

মঙ্গলবার জাতি সংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়া, চিন, আমেরিকার মতো স্থায়ী সদস্যের কাছে তুলে ধরা হয় বিষয়টি। এই প্রস্তাবে ৩ জনের মত থাকলেও বিরত থাকে চিন ও রাশিয়া।

গত ২৭ অগাস্ট কাবুল দখলের পর তালিবানের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছিল। যেখানে বলা হয়েছে, আফগান সহ অন্যান্য বিদেশি নাগরিকদের সম্পূর্ণ সুরক্ষা, নিরাপত্তা দেবে তারা। একই সঙ্গে কোনও আফগান যদি দেশ ছাড়তে চায় বা বর্ডার ক্রস করে , তাহলেও কোনও রকম বাধা দেবে না বলেও প্রতিশ্রুতি দিয়েছে তারা। এদিনের এই বৈঠকে এই কথাগুলিও তোলা হয়েছিল।

তবে তালিবান-ভারত সম্পর্ক নিয়ে চিন ও রাশিয়ার বিরতি থাকা নিয়ে আলাদা করে কিছু জানাননি স্রিঙ্গলা।