নেপালে প্রধানমন্ত্রী পদে ফের ওলি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 15/05/2021   শেষ আপডেট: 15/05/2021 10:39 a.m.
নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি facebook.com/UMLprezKPSharmaOli

শপথবাক্যে অনুহ্য রাখলেন 'ঈশ্বর' শব্দটি

নেপালে জারি হওয়া কয়েকদিনের অচলাবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গেছে। সোমবার সংসদে আস্থা ভোটে হেরে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি গদি হারিয়েছিলেন। রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী বিরোধীদের সরকার করার জন্য বৃহস্পতিবার রাত ন'টা পর্যন্ত সময় দিয়েছিলেন। যদিও নির্ধারিত সময়ের আগে বিরোধীরা উপস্থিত না হওয়ায় পুনরায় নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ওলি। ফলে বিরোধী দলনেতা পুষ্পকমল দাহাল ওরফে প্রচন্ডের নেতৃত্বে নেপালি কংগ্রেস নেতা শেরবাহাদুর দেউবার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন অধরা থেকে গেল।

নেপাল সংসদে ওলির নেতৃত্বাধীন সাংসদরা বিরোধী হয়ে উঠেছিলেন। বেশ কয়েক মাস ধরে ওলি সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাঁরা। ভারত-নেপাল কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরায় ওলি সরকারের বেশ কিছু সাংসদ প্রতিবাদ করেছিলেন। এমন অবস্থায় সোমবার আস্থাভোটে ওলি নেতৃত্বাধীন নেপাল কমিউনিস্ট দল সংখ্যাগরিষ্ঠতা হারায়। রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী বৃহস্পতিবার রাত ন'টা পর্যন্ত নতুন সরকার গঠনের সময়সীমা ঠিক করে দেন। কিন্তু চতুর রাজনীতিক ওলি এরমধ্যে তাঁর দলের বিরোধী সাংসদদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করে বসেন। ফলে নেপাল কংগ্রেসের সমর্থন ওলি বিরোধী সাংসদরা প্রত্যাহার করে নেন। আর খুব সহজে সংবিধানের ৭৬(৩) ধারা মোতাবেক ওলিকেই সরকার গঠনের নির্দেশ দেন রাষ্ট্রপতি।

উল্লেখ্য, শপথবাক্যে 'ঈশ্বর' শব্দটি উহ্য রেখেই নেপালে পুনরায় সরকার গঠন করল নেপাল কমিউনিস্ট নেতা ওলি। ক্ষমতায় এসেই আগের মন্ত্রীদের বহাল রাখলেন। সংবিধানের নিয়ম মোতাবেক ১ মাসের মধ্যে সংসদে আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে ওলি নেতৃত্বাধীন নেপাল কমিউনিস্ট দলকে।