আত্মহত্যা করার সম্ভাবনা আছে নিরব মোদীর, জানালেন তার আইনজীবী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/01/2021   শেষ আপডেট: 08/01/2021 3:55 p.m.
-

নিরব মোদী অবসাদগ্রস্ত হয়ে পরায় তার মধ্যে আত্মহত্যা করার প্রবণতা দেখা যাচ্ছে

ঋণ প্রতারণার দায়ে অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদী ২০১৯ সালে লন্ডন থেকে গ্রেফতার হয়েছিল। তারপর থেকে সে আছে লন্ডনের ওয়াল্ডসওর্থ জেলে। তাকে ভারতে ফিরিয়ে আনার জন্য লন্ডনের আদালতে মামলা চলছে। এবার মামলার শুনানি চলাকালীন নীরব মোদির আইনজীবী ক্লায়ার মন্টগোমেরি বিচারপতিকে জানিয়েছে, "এখন তার মক্কেলকে ভারতে নিয়ে যাওয়া সম্ভব নয়। তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন এবং তার মধ্যে আত্মহত্যার প্রবণতা দেখা যাচ্ছে। যদি তাকে ভারতে নিয়ে গিয়ে মুম্বাইয়ে আর্থার রোড জেলে রাখা হয় তাহলে সেখানে সে ঠিকমতো পরিষেবা পাবে না। সবার আগে মক্কেলের মানসিক সুস্থতার কথা বিবেচনা করে দেখা উচিত।"

অন্যদিকে, মামলার ভারত সরকারের আইনজীবী হেলেন মালক্রম বলেছেন, "আদালত যদি চায় জেলের মধ্যে নীরব মোদির মানসিক চিকিৎসা করা হোক তাহলে তার ব্যবস্থা নেওয়া হবে। ভারত সরকারের বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রাখা যেতে পারে। নিরব যদি কোনভাবে হাসপাতলে অসুস্থ হয়ে পড়েন তাহলে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হবে। এছাড়াও জেলের মধ্যে তার মানসিক রোগ সম্বন্ধে চিকিৎসা চালাতে চাইলে তার সম্পূর্ণ দায়ভার নেবে ভারত সরকার।" প্রসঙ্গত, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের প্রায় ১১৩০০ কোটি টাকার তছরুপ করে দেশ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ আছে নীরব মোদির বিরুদ্ধে।