রাশিয়ার ইউক্রেন আক্রমণ নিয়ে জো বাইডেন নিশ্চিত, বাড়ছে ঠান্ডালড়াইয়ের পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/02/2022   শেষ আপডেট: 19/02/2022 9:12 a.m.
-

ইউক্রেন রাশিয়ার ঠান্ডালড়াইয়ে ভারতের অবস্থান কী? রাষ্ট্রপুঞ্জে বিশেষ বার্তা দিল ভারত

ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে রাশিয়া (Russia) ইউক্রেন (Ukraine) সমস্যা। দু'পক্ষই সৈন্যবাহিনী নিয়ে সীমান্তে উপস্থিত, যেকোন মুহূর্তে প্রবল যুদ্ধের সম্ভাবনা। এই মুহূর্তে দু'পক্ষের ঠান্ডালড়াই ক্রমশ যুদ্ধের পরিস্থিতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রাশিয়ার পাশে এখন বেজিং, ফলে বাড়তি শক্তি নিয়ে রাশিয়া যথেষ্ট তৎপর।

উল্লেখ্য, এমন অবস্থায় ভারতের অবস্থান কী? ভারত কোন পক্ষে? ভারত কোন পক্ষই নেয়নি, বরং উভয়পক্ষকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে। ভারতের এমন অবস্থানে বরং রাশিয়ার বাড়তি লাভ বলছেন আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশ। ভারতের এমন অবস্থানে যথেষ্ট খুশি রাশিয়া। রাশিয়ার তরফে সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।

শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) জানিয়েছেন, যেকোন মুহূর্তে ইউক্রেন আক্রমণ করতে পারে রাশিয়া। আমেরিকার গোয়েন্দাবাহিনী সূত্রে খবর, গত এক সপ্তাহের মধ্যেই ইউক্রেনের উপর আক্রমণ হানতে পারে রাশিয়া। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, চলতি সপ্তাহের যেকোন দিন রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেন আক্রমণের পরিকল্পনা করেছে। এই মুহূর্তে আমাদের ধারণা যেকোন সময় এই সিদ্ধান্ত ফলপ্রসূ হতে পারে।

রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতারিস শুক্রবার বলেছেন, গোটা বিশ্বেই বর্তমানে ঠান্ডা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। যেকোন ছোট্ট ভুল গোটা বিশ্বেই বড় বিপদ আনতে পারে। মুনিচের এক বার্ষিক সম্মেলনে গুতারিস বলেন, আমরা কি নতুন ঠান্ডালড়াইয়ের মধ্যে ঢুকে পড়েছি? গোটা বিশ্বের নিরাপত্তা বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।