৫৯ জন যাত্রী নিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে গেল ইন্দোনেশিয়ার একটি বিমান

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 09/01/2021   শেষ আপডেট: 09/01/2021 6:06 p.m.

বিমান উড়ানের ৪ মিনিটের মধ্যেই মাঝ আকাশ থেকে নিখোঁজ হল ইন্দোনেশিয়ার একটি বিমান

হঠাৎই মাঝ আকাশে নিখোঁজ হয়ে গেল ইন্দোনেশিয়ার একটি বিমান। আজ দুপুরে জাকার্তার সোকরানো হাত্তা বিমানবন্দর থেকে পন্তিয়ানাকের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিমানে সব মিলিয়ে মোট ৫৯ জন যাত্রী ছিল। জানা গিয়েছে, আজ দুপুর ১:৪০ এ শ্রীবিজয়া এয়ারলাইনের এসজে ১৮২ নম্বর যাত্রীবাহী বিমানটি এয়ারপোর্ট থেকে উড়ান চালু করে। বিমান উড়ানের ৪ মিনিটের মধ্যেই বিমানটির সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন হয়ে যায়।

নিখোঁজ বিমানটি বোয়িং ৭৩৭-৫০০ সিরিজের। আজকের এই বিমানে ৬ জন শিশু সহ বিমানে মোট ৫৯ জন যাত্রী ছিল। তার মধ্যে একজন ছিল সদ্যোজাত শিশু। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মাটি থেকে ১০ হাজার ফুট উচ্চতায় থাকাকালীন সময়ে বিমানটি নিখোঁজ হয়ে যায়। এখন বিমানটি খোঁজে তল্লাশি চলছে। এই বিমানটি ২৬ বছর ধরে যাত্রী পরিবহনের কাজ করছিল। প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের অক্টোবর মাসে ইন্দোনেশিয়া লায়ন এয়ার ফ্লাইট ওড়ার ১২ মিনিট পর সমুদ্রে পড়ে গিয়েছিল এবং সেই ঘটনায় ১৮৯ জনের প্রাণহানি হয়েছিল।