এবার ৩ সন্তানের জন্ম দিতে পারবে চীনা দম্পতিরা, ছাড়পত্র চিন সরকারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/05/2021   শেষ আপডেট: 31/05/2021 4:54 p.m.
শি জিনপিং facebook.com/Xi-Jinping

চীন দেশ বয়স্কদের নিয়ে ভরে গিয়েছে যা অর্থনীতিতে প্রভাব ফেলছে

দীর্ঘদিন ধরেই চীন (China) তাদের সন্তাননীতি পরিবর্তনের ভাবনাচিন্তা করছিল। আসলে ক্রমেই চীনে বৃদ্ধি পাচ্ছে বয়স্কদের সংখ্যা। বৃদ্ধ-বৃদ্ধায় ভরে গেছে গোটা দেশ। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে কর্মক্ষম নাগরিকের সংখ্যা কমে যাবে যা সরাসরি প্রভাব ফেলবে তাদের দেশের অর্থনীতিতে। তাই সেই কথা মাথায় রেখে নয়া সন্তাননীতি আনছে চীনা কমিউনিস্ট পার্টি (China Communist Party)। তারা গত কয়েক বছর ধরেই এই নীতি পরিবর্তন নিয়ে ভাবনা চিন্তা করছিল। অবশেষে আজ অর্থাৎ সোমবার কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো বৈঠকে নতুন সিদ্ধান্তে সীলমোহর দেয়া হয়। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং (Xi Jinping) এর উপস্থিতিতে ঘোষণা করা হয় যে নয়া নীতি অনুযায়ী চীনা দম্পতিরা সর্বাধিক তিন সন্তানের জন্ম দিতে পারবেন।

চীনের শাসকদল কমিউনিস্ট পার্টি বিবৃতি দিয়ে বলেছেন, "দেশের সন্তাননীতি পরিবর্তন করা হবে। দম্পতিরা এবার থেকে তিন সন্তানের জন্ম দিতে পারেন। খুব শীঘ্রই এই বিষয়ে আইন আনা হবে। সেই সাথে আরো বেশকিছু আইনের পরিবর্তন করা হবে যা দেশের জনবিন্যাসের উন্নতি করবে।" জন্মনীতি ছাড়াও কমিউনিস্ট পার্টি খুব শীঘ্রই অবসরের বয়স বাড়ানো, মাতৃত্বকালীন ছুটি ও সুযোগ-সুবিধা, শিশুদের দেখভাল ইত্যাদি বিষয়ে নতুন নীতি আনতে চলেছে।