দুনিয়া জুড়ে আধিপত্য বিস্তারের চেষ্টা চিনের

শ্রীরূপা বন্দ্যোপাধ্যায়
প্রকাশিত: 24/10/2020   শেষ আপডেট: 25/10/2020 2:42 p.m.
CPEC Investment

দেশে দেশে ঢালছে বিপুল টাকা

বিশ্বজুড়ে আধিপত্য বিস্তারে পাল্লা দিয়ে দৌড়চ্ছে চিন৷ ভারতীয় উপমহাদেশ কার নিয়ন্ত্রণে থাকবে তা নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বে ইদানীং বারবার সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে দুই দেশকে৷ বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলে নিজের শক্তি ও দাপট বাড়ানোর উদ্দেশ্যে পাকিস্তানকে কাজে লাগাতে সেখানে বিপুল অর্থ ঢালছে চিন৷ পাকিস্তানও পরিস্থিতির সুযোগ নিয়ে পরিকাঠামো সহ নানা ক্ষেত্রের সম্প্রসারণে চিনের অর্থসাহায্য ও বিনিয়োগ সাগ্রহে বরণ করছে৷

‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ বা ‘ওবোর’ নামের বিশাল প্রকল্পের অঙ্গ হিসাবে ২০১৫ সালে ভারতের আপত্তি অগ্রাহ্য করেই কাশ্মীরের বিতর্কিত এলাকায় পাকিস্তানের সঙ্গে ৪৬০০ কোটি ডলারের অর্থনৈতিক করিডর গড়ার পরিকল্পনা নেয় চিন৷ লাদাখ থেকে চীন সীমান্তের ২০ কিলোমিটারের মধ্যে পৌঁছানোর জন্য ২৫৫ কিলোমিটার দীর্ঘ যে রাস্তা বানিয়েছে ভারত, যেন তারই পাল্টা হিসাবে সম্প্রতি চিন ২৪০ কোটি ডলার ঢেলে বিতর্কিত কাশ্মীরে বিশাল জলবিদ্যুৎ প্রকল্প গড়ার চুক্তি করেছে পাকিস্তানের সঙ্গে৷ কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ভারতকে না চটানোর যে নীতি আগে অনুসরণ করত চিন, এখন তার অভাব লক্ষ করা যাচ্ছে৷ ভারতের আপত্তি উড়িয়ে সাম্প্রতিক এই চুক্তি তারই প্রমাণ৷ এছাড়া গোটা পাকিস্তান জুড়েই হাইওয়ে সহ পরিকাঠামো ক্ষেত্রে বিপুল টাকা ঢালার পরিকল্পনা নিয়েছে চিন৷

ওয়ান বেল্ট ওয়ান রোড

কার্যত গোটা দক্ষিণ এশিয়া এবং আফ্রিকাতে বিপুল টাকা ঢেলে দেশগুলিতে নিজের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে চিন৷ এই উদ্দেশ্যে ২০০০ সাল থেকে আফ্রিকার জিম্বাবোয়েতে নানা প্রকল্পে ধাপে ধাপে ২৭ হাজার কোটি ডলার ঢালার পরিকল্পনা কার্যকর করছে তারা৷ আফ্রিকারই ইথিওপিয়াতেও চিন বিপুল টাকা বিনিয়োগ করছে৷ ২০০০ থেকে ২০১৭–এর মধ্যে চিন দক্ষিণ এশিয়ার শ্রীলঙ্কাকে ঋণ ও অনুদান হিসাবে ১২০০ কোটি ডলার দিয়েছে৷ ঋণের পরিমাণ এতটাই যে ধার শোধ করতে না পেরে ২০১৭ সালে শ্রীলঙ্কা সরকার চিনের টাকায় তৈরি সমুদ্রবন্দরটি চিনকেই লিজ দিয়েছে৷ এতে এই এলাকায় প্রতিযোগী দেশ ভারতের ওপর নজরদারি চালাতে সুবিধা হয়ে গেছে চিনের৷

এই পরিস্থিতিতে চিনকে ঠেকাতে আমেরিকার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠতর করার চেষ্টা চালাচ্ছে ভারত৷ আমেরিকারও রয়েছে ভারতীয় উপমহাদেশে নিজের আধিপত্য প্রসারের লক্ষ্য৷ তাই পূর্বতন কমিউনিস্ট বর্তমানে সাম্রাজ্যবাদী চিনকে ঠেকাতে ভারত, জাপান ও অস্ট্রেলিয়াকে সঙ্গে নিয়ে রীতিমতো একটি জোট গড়েছে আমেরিকা৷ সামরিক শক্তি প্রদর্শনের লক্ষ্যে আগামী মাসেই ভারত মহাসাগরে সামরিক মহড়া দেবে এই চারটি দেশের নৌবাহিনী৷