ডোকলামে আবার রাস্তা বানাচ্ছে চিন? উপগ্রহ চিত্রে মিললো প্রমাণ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 23/11/2020   শেষ আপডেট: 23/11/2020 4:32 a.m.
google maps

২০১৭ সালে এই ডোকলামে চিনের রাস্তা বানানো নিয়েই ভারতের সাথে ঝামেলায় জড়িয়েছিল তারা

ভুটানের মাটিতে ভারতের সীমান্ত চিনের তৎপরতা বাড়ছে? গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এবং অনেক সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছিলো ভুটানের মধ্যে নাকি একটি গ্রাম তৈরি করছে চিন। সেখানে নাকি সেনাও মোতায়েন করা হয়েছে। যদিও সেই খবর সম্পূর্ণ অস্বীকার করেন ভারতে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত।

কিন্তু এর মধ্যেই স্যাটেলাইট থেকে তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে সত্যিই ভুটান সীমান্তে নিজেদের পরিকাঠামো বাড়াচ্ছে চিনা সেনা। ওই ছবিতে দেখা যাচ্ছে ডোকলাম মালভূমির ২ কিলোমিটার ভিতরে যেখানে প্যাঙ্গদা নামক গ্রাম তৈরি করেছে চিন— সেখান থেকে একটি রাস্তা তৈরির কাজও চলছে ইতিমধ্যেই। তোর্সা নদীর ধার দিয়ে তৈরি হওয়া এই রাস্তা দিয়ে খুব সহজেই ডোকলাম মালভূমির জোমপেলরি এলাকায়। আর এখানেই ভারতীয় সেনার ঘাঁটি।

২০১৭ সালে এই ডোকলাম অঞ্চলেই রাস্তা তৈরি নিয়ে ভারত চিন ঝামেলা হয়। ৩ বছর পর একই জায়গায় আবার চিনের এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞরা।