ব্রেকিং: বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন মাইক্রোসফট কর্পোরেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/05/2021   শেষ আপডেট: 04/05/2021 3:01 a.m.
বিল গেটস এবং মেলিন্ডা গেটস https://instagram.com/billgatesfoundationpage

দীর্ঘ ২৭ বছর বিবাহ সম্পর্কে আবদ্ধ থাকার পরে এই সিদ্ধান্ত নিলেন বিল এবং মেলিন্ডা

ডিভোর্স নিতে চলেছেন বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা। ২৭ বছরের বিবাহ জীবন কাটানোর পরে তারা একে অপরের সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বিল গেটস এবং তার স্ত্রী মেলিন্ডা একসাথে ঘোষণা করে সোমবার (ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাত ২ টো) জানিয়ে দিলেন তাদের দুজনের পক্ষে আর একসাথে জীবন কাটানো সম্ভব না। যদিও তাদের দুজনের মধ্যে কারোর থেকেই এখনো পর্যন্ত এই বিবাহ বিচ্ছেদের কারণ জানা সম্ভব হয়নি। আপনারা সকলে হয়ত জানেন বিল গেটস হলেন মাইক্রোসফট কর্পোরেশনের প্রাক্তন সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও। ১৯৮৭ সালে একটি নিউ ইয়র্ক ট্রেড শোতে বিল এবং মেলিন্ডা দুজনের প্রথম দেখা। তারপর তারা একে অপরকে ডেট করতে শুরু করেন সেই বছরের শেষের দিক থেকে। ৯০ দশকের প্রথম দিকে মেলিন্ডা মাইক্রোসফটের ইনফরমেশন প্রোডাক্ট এর জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করা শুরু করেন। তারপরেই তারা দুজনে বিবাহের সিদ্ধান্ত নেন।

১৯৯৪ সালের ১ জানুয়ারি হাওয়াই দ্বীপপুঞ্জে তারা নিজেদের বিবাহ সারেন। পরবর্তীতে ১৯৯৬ সালে পরিবারের দিকে নজর দেওয়ার জন্য মেলিন্ডা নিজের কাজ ছেড়ে দেন। বর্তমানে বিল এবং মেলিন্ডার তিনটি সন্তান এবং তিনজনেই প্রাপ্তবয়স্ক। তাদের তিনজনের নাম জেনিফার, রোরী, এবং ফিবী। তারা নিজেদের বিশাল পারিবারিক বাংলোয় থাকেন। শুধু যে ধনী হিসাবেই জনপ্রিয় সেরকম না। এই দুজন নিজেদের জনহিতকর কাজের জন্যেও অত্যন্ত জনপ্রিয়। ২০০০ সালে বিল এবং মেলিন্ডা একসাথে গেটস ফাউন্ডেশন শুরু করেন। একটি সার্ভে রিপোর্ট বলে তারা দুজনে ২০১৪ পর্যন্ত এই ফাউন্ডেশনের জন্য ২৮ বিলিয়ন মার্কিন ডলার দান করেছেন। শুধু তাই না, যখন ২০২০ সালে সারা বিশ্বে করোনা ভাইরাসের কারণে মানুষ মারা যাচ্ছেন, তখন বিল তাদের সাহায্যের জন্য ২৫০ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য করেছিলেন। করোনা ভাইরাস প্যানডেমিক চলাকালীন সময়ে তিনি মাইক্রোসফট কর্পোরেশন এর সিইও পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন এবং তাদের এনজিও গেটস ফাউন্ডেশনের দিকে আরো বেশি নজর দিতে শুরু করেছিলেন। বর্তমান রিপোর্ট অনুযায়ী বিল গেটসের নেট ওয়ার্থ ১৩০ বিলিয়ন মার্কিন ডলার।