"ভ্যাকসিন নিলেই ফ্রী বিয়ার বোতল", টিকাকরনের জন্য অভিনব পন্থা বাইডেনের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 03/06/2021   শেষ আপডেট: 03/06/2021 3:29 p.m.
জো বাইডেন twitter @JoeBiden

চলতি মাসে আমেরিকা ৭০ শতাংশ প্রাপ্তবয়স্কদের টিকাকরণ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে

গত বছরের প্রথম থেকেই গোটা বিশ্ববাসীর ভাগ্যে অভিশাপের মতো উপস্থিত হয়েছে করোনা ভাইরাস (Corona Virus) সংক্রমণ। এই মারণ ভাইরাস প্রচুর মানুষের প্রিয়জনের জীবন কেড়ে নিয়েছে। এই পরিস্থিতিতে ভাইরাস আসার প্রায় ১ বছর পর বিশ্বের বিভিন্ন সংস্থা টিকা তৈরি করেছে। গোটা বিশ্বজুড়ে প্রায় প্রত্যেকটি দেশেই চলছে টিকাকরন প্রক্রিয়া। এখন করোনা মুক্ত দেশ গড়ার একমাত্র উপায় টিকাকরণ। কিন্তু বেশিরভাগ দেশের মানুষ ভয় বা পর্যাপ্ত সচেতনতার অভাবে টিকা নিতে এগিয়ে আসছেন না। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden) দ্রুত টিকাকরন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এক অভিনব উদ্যোগ নিয়েছেন। জানা গিয়েছে, আমেরিকায় প্রাপ্তবয়স্ক ভ্যাকসিন নিলে তাদের বিনামূল্যে এক বোতল বিয়ার দেওয়া হবে।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন গোটা জুন মাসকে "মান্থ অফ অ্যাকশন" হিসাবে ঘোষণা করেছেন। আগামী ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। তার আগে ৭০ শতাংশ প্রাপ্তবয়স্কদের টিকাকরণ এর লক্ষ্যমাত্রা নিয়েছে আমেরিকা। চলতি মাসে যাতে অধিক সংখ্যক মানুষ টিকা নেয়, তার জন্যই বিনামূল্যে বিয়ার বোতল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়াও টিকা নিতে গেলে দেওয়া হতে পারে "ক্যাশ প্রাইজ"। জানা গিয়েছে, আমেরিকায় প্রাপ্তবয়স্কদের মধ্যে এখনও অব্দি ৬২.৮ শতাংশ মানুষ করোনার টিকা পেয়েছেন। কিন্তু বর্তমানে দৈনিক টিকা নেওয়ার হার কমে যাচ্ছিল। তাই স্বাধীনতা দিবসের আগে বিয়ার বিতরণের মাধ্যমে ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক টিকাকরন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছে আমেরিকা।