ইঁদুরের উপদ্রবে সঙ্কটে অস্ট্রেলিয়া, ভারত থেকে কিনবে নিষিদ্ধ ইঁদুর মারার বিষ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/05/2021   শেষ আপডেট: 31/05/2021 6:59 a.m.
অস্ট্রেলিয়ায় ইঁদুর আক্রমণ @pixabay

ইঁদুরের আক্রমণে অস্ট্রেলিয়াবাসীর নতুন চিন্তা প্লেগের আক্রমণ

করোনা ভাইরাসের উপদ্রব তো ছিলই, তারপরে এবার অস্ট্রেলিয়ার মানুষদের জন্য শুরু হয়েছে নতুন একটি সমস্যা। এই সমস্যাটি হল একটি ছোট্ট প্রাণী, যার নাম ইঁদুর। হাজার হাজার ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার কৃষক থেকে সাধারণ মানুষ সকলে। সকলের মনে এখন একটাই ভয়, এত সংখ্যক ইদুর বেড়ে গেলে প্লেগ হবার সম্ভাবনা রয়েছে। নিউ সাউথ ওয়েলস, এবং অস্ট্রেলিয়ার পূর্বদিকের সমস্ত জায়গায় এই ইঁদুরের তাণ্ডব একেবারে মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছে। জনজীবন এতটাই সংকটে পড়েছে, এই ঘটনাটি সামাল দিতে প্রাণ ওষ্ঠাগত অস্ট্রেলিয়া সরকারের। তাই এবারে ইদুর মারার জন্য ভারত থেকে বিষ আমদানির পরিকল্পনা নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলস প্রশাসন ভারত থেকে ব্রোমাডিওলোন নামক একটি কেমিক্যাল (পড়ুন - ইঁদুর মারার বিষ) ৫ লিটার আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে।

ইঁদুরের উপদ্রব এতটাই বেশি হয়ে গিয়েছে, অস্ট্রেলিয়ায় জনজীবন কার্যত ব্যাহত হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে ভারতের কাছ থেকে একটি নিষিদ্ধ ইঁদুর মারার বিষ কেনা ছাড়া অস্ট্রেলিয়ার কাছে আর কোন উপায় নেই। ইঁদুরের তাণ্ডবে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের বেশ কিছু জায়গায় টাইফাস জাতীয় জ্বরের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের জ্বরে শিশুদের মারা যাওয়ার প্রবণতা সবথেকে বেশি থাকে। অনেকে আবার অস্ট্রেলিয়ার এই পরিস্থিতিকে ইদুর বৃষ্টি হিসেবে আখ্যা দিয়েছেন। অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসে এই ইঁদুরের উপদ্রব সবথেকে বেশি। সেখানকার কৃষকরা বাধ্য হয়ে বিষ দিয়ে ইদুর মারার চেষ্টা করছেন। কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। ইঁদুর মারার বিষ কম হতে থাকায়, প্রশাসন ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যেন জিংক ফসফাইড এর মতো বিষ আরো বেশি তৈরি করা হয়। অস্ট্রেলিয়ার পরিস্থিতি অত্যন্ত খারাপ। তাই এবারে ভারতের কাছ থেকে বিষ কিনতে ইচ্ছুক অস্ট্রেলিয়া প্রশাসন।