অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়ে মস্তিষ্কে রক্ত জমাট ৩০ জনের, অবিলম্বে বন্ধের নির্দেশ ব্রিটিশ প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 07/04/2021   শেষ আপডেট: 07/04/2021 7:31 p.m.

অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে

চলতি বছরে প্রথমের দিকে করোনা ভাইরাসের প্রকোপ কমলেও মার্চ মাসের শেষের দিক থেকে করোনা গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। বর্তমানে বিশ্বজুড়ে টিকাকরন প্রক্রিয়া চললেও করোনা ফের তার ভয়াবহ রূপ ধারণ করেছে। ভারতে এপ্রিলের প্রথম সপ্তাহে দৈনিক সংক্রমনের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখের মতো। এরইমধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশ আস্ট্রাজেনেকার ব্যবহার বন্ধ করে দিয়েছে। তাদের অভিযোগ যে এইটা ব্যবহার করলে মস্তিষ্কে রক্ত জমাট বাধার সমস্যা দেখা যাচ্ছে। ব্রিটেনের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে যে ইতিমধ্যেই ৩০ জন ব্যক্তির মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ঘটনা দেখা গিয়েছে। তাদের মধ্যে আবার ৭ জন মারা গিয়েছে।

এছাড়াও ব্রিটেনের প্রশাসন জানিয়েছে যে ফাইজার বায়োটেক ভ্যাকসিনের কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে অ্যাস্ট্রাজেনেকা টিকা নেওয়া কয়েকজন বর্ষিয়ান নাগরিকের মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার ঘটনা দেখা গিয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২৪ মার্চ অব্দি সেদেশের ১ কোটি ৮০ লক্ষের বেশি মানুষ এই ভ্যাকসিন নিয়েছে। কিন্তু তাদের মধ্যে ৩০ জনের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে এবং তারই মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে।