স্মার্টফোনের স্টোরেজ ফুল? জেনে নিন মেমরি স্পেস বাড়ানোর সহজ উপায়

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 16/01/2022   শেষ আপডেট: 16/01/2022 6:56 a.m.

আপনার ফোনের স্টোরেজ ভর্তি হয়ে গেলে জেনে নিন তা আবার আগের মত অবস্থায় আনবেন কীকরে

আজকালকার দিনে প্রায় সকলের কাছেই স্মার্টফোন থাকে। প্রযুক্তির সাথে পাল্লা দিয়ে চলতে গেলে ইন্টারনেট ও মোবাইল স্টোরেজ অপরিহার্য একটি উপাদান। কিন্তু যারা মোবাইল ব্যবহার করেন তারা সকলেই ফোনের স্টোরেজ পূরণ হয়ে যাওয়ার সমস্যার সম্মুখীন হয়েছেন। কাজের কোনো জিনিস সেভ করে রাখার সময় স্টোরেজ না থাকলে বেশ অসুবিধায় পড়তে হয় সকলকে। প্রয়োজনীয় অ্যাপ এবং কিছু হাই রেজুলেশন ছবি বা ভিডিও রাখলেই স্টোরেজ শেষ হয়ে যায়। অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মেমোরি কার্ড ব্যবহার করে থাকেন। তবে মেমোরি কার্ড ব্যবহার না করেই, আপনি আপনার ফোনের স্টোরেজ ফাঁকা করতে পারেন বেশ কিছু উপায়ে। স্টোরেজ ফাঁকা করার সহজ টিপস জানতে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

গুগল প্লে স্টোরের মাধ্যমে:

আপনি আপনার ফোনে রোজ সমস্ত অ্যাপ ব্যবহার করেন না। বিশেষ করে কিছু অ্যাপ বিশেষ দিনে কাজে লাগলেও দৈনন্দিন জীবনে ব্যবহার হয় না। স্টোরেজ ফাঁকা করার জন্য গুগল প্লে স্টোরে গিয়ে প্রথমে আপনাকে 'ম্যানেজ অ্যাপস' এ ক্লিক করতে হবে। তারপর সেখানে স্টোরেজ অপশনে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন কোন অ্যাপ আপনার স্মার্টফোনে কত জায়গা নিয়ে রেখেছে। তারপর তালিকা দেখে অব্যবহৃত অ্যাপ ডিলিট করে আপনি আপনার ফোনের স্টোরেজ বাড়াতে পারেন।

গুগোল ফাইলের মাধ্যমে:

স্টোরেজ ফাঁকা করার জন্য আপনি আপনার স্মার্টফোনে 'গুগোল ফাইল' অ্যাপটি ডাউনলোড করবেন। তারপর অ্যাপ খুললেই দেখতে পারবেন উপরের দিকে ভিডিও, ছবি ইত্যাদির তালিকা আছে। তারপর ডান দিকে ক্লিক করলেই 'লার্জ ফাইল' অপশন চলে আসবে। সেখানে আপনি দেখে নিতে পারবেন আপনার ফোনে কোন ফাইল সবচেয়ে বেশি জায়গা জুড়ে আছে। প্রয়োজনীয় বড় ফাইল ডিলিট করে ফোনের স্টোরেজ বৃদ্ধি করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ স্টোরেজ ক্লিন:

বর্তমান যুগে গোটা ভারতে ম্যাসেজিং অ্যাপ হিসাবে হোয়াটসঅ্যাপ বহুল পরিমাণে ব্যবহৃত হয়। তবে এই অ্যাপে প্রচুর অপ্রয়োজনীয় ছবি, ভিডিও বা অডিও মেসেজ জমা হয়ে থাকে। তার থেকে নিস্তার পাওয়ার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে 'সেটিংস' অপশনে যেতে হবে। সেটিংস থেকে 'ক্লিক স্টোরেজ এন্ড ডাটা' অপশনে গিয়ে 'ম্যানেজ স্টোরেজ' করতে হবে। এই অপশন চাপলেই ৫ এমবির বেশি বড় ফাইল আপনার সামনে চলে আসবে। অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে স্মার্টফোনের স্টোরেজ অনেকটাই ফাঁকা করা যাবে।

ব্যাকআপ ও ক্যাশে ডিলিট:

এছাড়া আপনার স্মার্টফোনের স্টোরেজ ফাঁকা করার জন্য আপনি ছবি বা ভিডিও যেকোনো ক্লাউড সার্ভিসে সেভ করে রাখতে পারেন। ক্লাউডে থাকলে আপনি ফোন গ্যালারি থেকে সেই সমস্ত ছবি বা ভিডিও ডিলিট করে দিতে পারেন। পাশাপাশি, কিছু দিন অন্তর অন্তর স্মার্টফোনে বিভিন্ন অ্যাপের ক্যাশে ফাইল ডিলিট করে স্টোরেজ অনেকটাই ফাঁকা করা সম্ভব।