ফেসবুক থেকে উঠে যাচ্ছে "লাইক" অপশন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/01/2021   শেষ আপডেট: 10/01/2021 7:55 p.m.
ফেসবুক @pixabey

ফেসবুক পাবলিক পেজের ক্ষেত্রে "লাইক" বাটন সরিয়ে দিয়েছে

এখন থেকে সোশ্যাল মিডিয়া জায়েন্ট ফেসবুকে পাবেন না আর "লাইক" বাটন! হ্যাঁ, ঠিকই শুনেছেন। গত শুক্রবার ফেসবুক কোম্পানি তাদের অ্যাপে পেজ রিডিজাইন করেছে এবং পাবলিক পেজের ক্ষেত্রে "লাইক" বাটন সরিয়ে দিয়েছে। অবশ্য পাবলিক পেজের পাশাপাশি আর্টিস্ট, জনপ্রিয় অভিনেতা, পাবলিক ফিগার, কোন ব্যান্ড ও যেকোনো রকম সেলিব্রেটির পেজে আর "লাইক" বাটন দেখা যাবে না। এখন থেকে শুধুমাত্র পেজে ফলোয়ার নম্বর ও ইউজারদের জন্য একটি ডেডিকেটেড নিউজ ফিড দেখানো হবে।

ব্যাপারটি সম্বন্ধে ফেসবুক কোম্পানি একটি বিবৃতিতে জানিয়েছে, "আমরা এখন থেকে পেজের জন্য আমাদের লাইক অপশনটি সরিয়ে দিচ্ছি। মূলত আমরা এবার থেকে ফলোয়ার সংখ্যার ওপর বেশি জোর দেবো। কোন পেজের ফলোয়াররা আসলে সেই পেজের হয়ে প্রতিনিধিত্ব করে। এছাড়াও সাধারন কোন ইউজার কোন পেজ থেকে আপডেট পায় ফলো করা থাকলেই। এর মাধ্যমে যেকোনো পাবলিক ফিগার তার ফলোয়ার সংখ্যা বিবেচনা করে তার ফ্যানবেস কেমন তা নির্ধারণ করতে পারবে।" এছাড়াও এসেছে একটি নিউজ ফিড অপশন। সেই অপশনে একই বিষয় সম্বন্ধিত পাবলিক ফিগার, পেজ বা ট্রেন্ডিং কোন কনটেন্টের সাজেশন দেবে।