ISRO: নুতন বছরে ইসরোর প্রথম অভিযান সফল, দেখুন ভিডিও

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/02/2022   শেষ আপডেট: 14/02/2022 10:18 a.m.

ইসরোর মুকুটে নয়া পালক, নতুন বছরে প্রথম উপগ্রহ উৎক্ষেপণ সফল

ইসরোর (ISRO) মুকুটে নয়া পালক। নতুন বছরের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ সফল করল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেইকল (PSLV-C52) উৎক্ষেপণ করা হল।

এদিন সকাল ৫ টা ৫৯ মিনিটে এই উৎক্ষেপণ সফল হল। সূত্রের খবর, পিএসএলভি স্যাটেলাইটের সঙ্গে আরও দু'টি স্যাটেলাইট পাঠানো হয়েছে। এই স্যাটেলাইটের ওজন ১ কিলো ৭১০ গ্রাম। এই উপগ্রহ ভারতের প্রকৃতি গবেষণায় নতুন দিগন্ত খুলে দেবে, বলছেন ওয়াকিবহাল মহল। কৃষি, বৃক্ষরোপণ, জলবিদ্যা, বন্যা, মাটির প্রকৃতির রূপরেখার তথ্য জানাতে থাকবে এই স্যাটেলাইট।

ইসরোর পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল পৃথিবীর কক্ষপথে যে উপগ্রহ পাঠানো হচ্ছে তার নাম ইওএস-০৪ (EOS-04)। সঙ্গে যাচ্ছে আরও দু'টি উপগ্রহ। যাদের একটি আবার পড়ুয়াদের বানানো। নাম 'ইন্সপায়ারস্যাট-১'। আর একটি ভুটান সরকারের সহায়তায় যাচ্ছে 'ইনস্যাট-২ টিডি'। পড়ুয়াদের স্যাটেলাইটটির ওজন আট কিলোগ্রাম। যেটি বায়ুমন্ডলের আয়নোস্ফিয়ারের উপর গবেষণার কাজ চালাবে। সব মিলিয়ে ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে ফের নতুন এক মাইলফলক তৈরি করল ইসরো।