কর্মসংস্থানের লক্ষ্যে নবদিগন্ত উন্মোচনের পথে হিরো মোটো কর্প

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/01/2022   শেষ আপডেট: 19/01/2022 2:15 p.m.
~pixabay

দু চাকার যানবাহন মেরামতির শিক্ষার মাধ্যমে দেশের যুবসমাজকে আত্মনির্ভর করতে এগিয়ে এলো হিরো মোটো কর্প

দেশের যুবশক্তিকে স্কিল ডেভেলপমেন্ট এর মাধ্যমে স্বনির্ভর করতে বিশেষ ভূমিকা পালন করলো দেশের সর্ববৃহৎ মোটর প্রস্তুতকারী সংস্থা হিরো মোটো কর্প। অটোমোটিভ স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল(ASDC)-এর সঙ্গে এবিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে সংস্থাটি।

দুটি প্রতিষ্ঠানের মিলিত উদ্যোগে কোর্সটির মূল সিলেবাস তৈরি, নানাবিধ লার্নিং মডিউল সংক্রান্ত পাঠ, ও সবশেষে শংসাপত্র প্রদানের নির্দিষ্ট ব্যবস্থাও থাকছে। ASDC-র বয়ানেও এমনটাই জানানো হয়েছে। প্রতিষ্ঠানটির বিবৃতি থেকে জানা যাচ্ছে, বিশ্বমানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা দক্ষ কারিগর তৈরি করতে বদ্ধপরিকর। কোর্সটির পঠন শৈলী এবং সিলেবাস সেইভাবেই তৈরি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বাইক - স্কুটার ইত্যাদির রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কোর্সটি ন্যাশনাল কাউন্সিল অফ ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং (NCVET) দ্বারা অনুমোদিত।

৬৩ দিনের এই পঠনপাঠন সংক্রান্ত পর্বে থাকবে বাইক এবং স্কুটার জাতীয় দু চাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ তাত্ত্বিক এবং ব্যবহারিক প্রয়োগ বিধি। যার মধ্যে বিশেষ ভাবে উল্লেখ্যযোগ্য, ১৪ দিনের কোনো দু’চাকার গাড়ির অথরাইজড সার্ভিস সেন্টার থেকে অন-দ্য-জব ট্রেনিং।