ICC WC 2022: বাংলাদেশের বিরুদ্ধে অল্প রানের টার্গেট দিয়েও সহজ জয় হাসিল ভারতের মহিলা ব্রিগেডের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 22/03/2022   শেষ আপডেট: 22/03/2022 2:11 p.m.
https://twitter.com/BCCIWomen

বিরাট জয়! বিশ্বকাপ সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল ভারতের মহিলা ব্রিগেড

আজ হারলেই চলতি বিশ্বকাপ (Womens WC) থেকে ঘরে ফিরতে হত ভারতীয় (India) মহিলা ব্রিগেডকে। আজকের ম্যাচ তাই মরণবাঁচন লড়াই। রানের পাহাড় তৈরি করতে না পারলেও বাংলাদেশকে (Bangladesh) হেলায় হারাল ভারতের প্রমিলাবাহিনী। ১১০ রানের ব্যবধানে বিরাট জয় ছিনিয়ে নিল ভারত।

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের মিতালী রাজ (Mithali Raj) এন্ড কোং। ভারতের শুরুটা ভালোই করেছিলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) এবং শেফালি বর্মা (Shafali Verma)। ছন্দপতন ঘটে ১৫ তম ওভারে। বাংলাদেশের নাহিদা আখতারের বলে ৩০ রান করে আউট হয়ে যান স্মৃতি মান্ধানা। ফের পরের ওভারে ঝটকা। ৪২ রানে প্যাভিলিয়নে ফিরে যান শেফালি। মাঠে নামেন ভারতের অধিনায়ক মিতালী রাজ। কিন্তু মিতালীর দুর্ভাগ্য, খাতা খুলতে পারেননি। প্রথম বলেই আউট। ৭৪ রানে ভারতের তখন ৩ উইকেট। রানরেট এতটাই কম একসময় মনে হয় ভারত ২০০-র গন্ডি টপকাতে পারবে তো? যদিও পরে এসে কিছুটা হাল ধরেন হরমনপ্রীত কৌর এবং রিচা ঘোষ। শেষ অবধি ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের স্কোর বোর্ড দাঁড়ায় ২২৯-এ।

প্রতিপক্ষ বাংলাদেশ প্রথম থেকেই ব্যাকফুটে। বাংলাদেশের ওপেনিং করতে নামেন মুর্শিদা খাতুন এবং শারমিন আখতার। পঞ্চম ওভারে রাজেশ্বরী গাইকোয়াড়ের প্রথম বলেই বাংলাদেশের প্রথম উইকেট। মাত্র ৫ রান করেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় শারমিন আখতারকে। এরপর অষ্টম ওভারে দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ১৩ তম ওভারে বাংলাদেশের তৃতীয় উইকেট। ১৪ ওভারে বাংলাদেশ তখন ৩ উইকেট হারিয়ে ফেলেছে, রান হয়েছে মাত্র ২৮। এরপর একের পর এক ঝটকা। বাংলাদেশের একমাত্র সালমা খাতুন ৩৫ বলে ৩২ রান করেন। ভারতীয় বোলারদের একের পর এক সফলতা। স্নেহা রানা একাই চার উইকেট তুলে নেন। শেষ উইকেট ঝুলন গোস্বামীর হাতে। ১১০ রানে সহজ জয় হাসিল ভারতের।