"বিরাটের অত সুন্দর স্ত্রী থাকতেও কি করে মানসিক অবসাদে ভোগে", বিতর্কিত মন্তব্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/02/2021   শেষ আপডেট: 28/02/2021 6:57 a.m.
instagram @anushkasharma

বিরাট কোহলি একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ২০১৪ সালে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে এবার বিতর্কিত মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রাক্তন ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার। আসলে কিছুদিন আগে ইংল্যান্ডের প্রাক্তন তারকা মার্ক নিকোলাসের সাথে একটি সাক্ষাৎকারে বিরাট ২০১৪ সালে হওয়া তার মানসিক অবসাদের কথা জানান। তিনি জানিয়েছিলেন ২০১৪ সালে সে মানসিক অবসাদে ভুগতে শুরু করে। আসলে সেই সময় বিরাট পরপর ১০ টি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়। তার পাঁচ টেস্টে সংগ্রহ ছিল ১, ৮, ২৫, ০, ৩৯, ২৮, ০, ৭, ৬ ও ২০। তার ১০ ইনিংসে গড় ছিল ১৩.৫০। সেই মানসিক অবসাদের প্রসঙ্গে তিনি বলেছিলেন, "হ্যাঁ আমি কেরিয়ারের একটার সময় সত্যি হতাশায় ডুবে গেছিলাম। ঘুম থেকে উঠে যদি মনে হতো আজ আমি রান্না করতে পারি সেই অনুভূতি আমাকে কষ্ট দিচ্ছিল। তখন আমার জীবনের নিয়ন্ত্রণ আমার হাতে ছিল না। সেই পরিস্থিতি থেকে কি করে নিজে বেরিয়ে আসতে পারবো, তার কূল-কিনারা করতে পারছিলাম না।"

এই কথাপ্রসঙ্গে প্রাক্তন ক্রিকেটার ফারুখ ইঞ্জিনিয়ার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সাক্ষাৎকারে বলেছেন, "বিরাটের ওরকম সুন্দর স্ত্রী থাকতে তিনি কিভাবে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন? ওর সন্তান আছে। এই জন্য বিরাটের ভগবানের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত।" এছাড়াও তিনি বলেছেন, "মানসিক অবসাদ পশ্চিমী দুনিয়ার রোগ। আমাদের জীবনে অনেক ওঠানামা থাকলেও ভারতীয়দের মানসিক কাঠিন্য অনেক বেশি। তাই মানসিক জোরে জীবন যুদ্ধে লড়ে ভারতীয়রা জিতে যায়। কিন্তু অন্য দেশের ক্রিকেটারদের মধ্যে মানসিক জোর অনেক কম আছে।" স্বভাবতই প্রাক্তন ক্রিকেটারের এমন মন্তব্য যথেষ্ট বিতর্কের সৃষ্টি করেছে।