এই নিয়ম গুলি মেনে চললে করোনা থেকে বেঁচে যেতে পারেন!
অতিমারী পরিস্থিতিতে নিজেকে সুস্থ্য সবল রাখতে কয়েকটি নিয়ম পালন করা অবশ্যই জরুরী!
করোনাভাইরাসের আতঙ্কে দেশজুড়ে লকডাউনের সময়ে সকলেই গৃহবন্দি। এটাই এখন যেন নিউ নরমাল। কিন্তু এই নিউ নরমাল এর দিনগুলিতে শুধু পরিচ্ছন্নতা ও সুষম খাবার ই যে করোনা প্রতিরোধের জন্য যথেষ্ট, তা কিন্তু নয়।
এই অতিমারীর প্রকোপ থেকে নিজেকে এবং নিজের আপনজন দের রক্ষা করার জন্য আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের সকলের ই মেনে চলা আবশ্যিক। সেগুলি হলো:
-
প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে ভিটামিন, মিনারেলস, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট যুক্ত সুষম আহার গ্রহণ করা উচিৎ।
-
প্রত্যেক প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দৈনিক ৬-৮ ঘন্টা ঘুমের প্রয়োজন।
- ঘরোয়া কাজে নিজেকে ব্যস্ত রেখে শরীর সচল রাখুন।
- পর্যাপ্ত পরিমাণ তরল পান করুন, যাতে শরীর সবসময় আর্দ্র থাকে।
-
খাবার আগে একটু সময় নিয়ে হাত সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন।
-
সহজে হজম হয় এমন খাদ্য গ্রহণ করুন। ঘরে তৈরী অতিরিক্ত তেল মশলা সম্বলিত খাবার এইসময় বর্জন করুন।
- বিভিন্ন সূত্র থেকে পাওয়া ভুল খবরে কান দেবেন না। নিজেকে শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ্য রাখতে হলে গুজব এড়িয়ে চলুন।
-
ধূমপানের অভ্যাস থাকলে, এইসময় সেটা থেকে নিজেকে বিরত রাখুন।
-
বাজার থেকে কিনে আনা যে কোনো জিনিসই জীবানুমুক্ত না করে ঘরে ঢোকাবেন না।
- এই সময় বাড়ির বাচ্চাদেরকে খুবই সাবধানে, চোখে চোখে রাখা দরকার।