সিলিন্ডার প্রতি দাম বাড়ল ৫০ টাকা! দুশ্চিন্তায় মধ্যবিত্ত

স্পন্দন চট্টোপাধ্যায়
প্রকাশিত: 03/12/2020   শেষ আপডেট: 03/12/2020 2:35 p.m.

কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডারর দাম হল ৬৭০.৫০ টাকা

মধ্যবিত্তের জীবনে একের পর এক কোপ! কাঁচা সবজি এবং অন্যান্য জিনিষের বেলাগাম মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কর্মহীনতার পর এবার বাড়ল রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও।

কিছুদিন আগেই তেল সংস্থাগুলি আশ্বস্ত করেছিল, ১৯ কেজির সিলিন্ডারগুলির দাম বাড়লেও এখনই ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বাড়ছে না। অথচ, এই ঘোষণার ২ দিনের মধ্যেই ইমেইল করে ডিস্ট্রিবিউটরদের জানানো হয়েছে দাম বাড়ছে সব সিলিন্ডারেরই। ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা করে বেড়ে কলকাতায় হচ্ছে ৬৭০.৫০ টাকা।

রাজনৈতিক মহল ও অর্থনীতিবিদদের ধারণা, এর আগে কেন্দ্রীয় সরকার সিলিন্ডারের দাম বাড়ানোয় সায় দেয়নি কাশ্মীর এবং বিহার নির্বাচনের কথা ভেবে। তাই ভোট মিটে যাওয়ার পরেই পরেই বাড়ানো হল গ্যাসের দাম।

মোদি সরকারের আমলে গত দেড় বছরে রান্নার গ্যাসের দাম বাড়তে বাড়তে ক্রমেই নাভিশ্বাস উঠেছে দেশের মধ্যবিত্ত ও গরিব মানুষের। তার ওপর জ্বালানীর এই হঠাৎ মূল্যবৃদ্ধিকে যে বিরোধীরা ফের তাঁদের অস্ত্র করবেন, সে কথা বলাই বাহুল্য।