১০ নয়, বাসে উঠলে নূন্যতম ভাড়া ৭ টাকা, কড়া নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 19/04/2023   শেষ আপডেট: 19/04/2023 12:32 p.m.
instagram.com/kolbusopedia

বাস সংগঠনকে এবার এই বিষয়ে চিঠি দিতে চলেছে রাজ‌্য পরিবহণ দপ্তর

করোনা-পর্বে লকডাউনের পর থেকে বেসরকারি বাসের ইচ্ছেমতো ভাড়া নেওয়া নতুন নয়। বাসে উঠলেই নূন্যতম ভাড়া দিতে হচ্ছে দশ টাকা। এ নিয়ে নিত্যযাত্রীদের ক্ষোভ থাকলেও, প্রতিকার হয়নি কিছুই। এবার কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ, সরকার যতদিন না ভাড়া বাড়ানোর নতুন বিজ্ঞপ্তি দিচ্ছে, ততদিন পুরোনো হারেই অর্থাৎ ন্যূনতম হিসেবে সাত টাকা ভাড়াই নিতে হবে বাসগুলিকে।

শোনা যাচ্ছে, বাস সংগঠনকে এবার এই বিষয়ে চিঠি দিতে চলেছে রাজ‌্য পরিবহণ দপ্তর। হাইকোর্টের নির্দেশ মেনে, সমস্ত বেসরকারি বাসে এবার থেকে টাঙাতে হবে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠলেই কড়া ব‌্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

নির্দেশ অনুযায়ী, আগামী চার সপ্তাহের মধ্যেই প্রতিটি বেসরকারি বাস ও মিনিবাসে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা রাখতে হবে। এ বিষয়ে গতকাল পরিবহণমন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, "আদালতের নির্দেশ মেনেই আমরা বাসমালিকদের জানাচ্ছি, প্রত্যেক বাসে ফেয়ার চার্ট টাঙানোর জন‌্য। ২০১৮ সালের যে ভাড়া সরকার ঠিক করেছিল, তাই নিতে হবে।"