কাল থেকেই চালু হচ্ছে টোকেন, ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 31/01/2022   শেষ আপডেট: 01/02/2022 6:50 a.m.
কলকাতা মেট্রো ~Facebook

কোভিডের কথা মাথায় রেখে টোকেনগুলি স্যানিটাইজার মেশিনের মাধ্যমে নিয়মিত স্যানিটাইজ করা হবে

খুশির খবর মেট্রো যাত্রীদের জন্য। পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকেই কলকাতা মেট্রোয় আবার চালু হচ্ছে টোকেন পরিষেবা। আজ বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুসারে, "মেট্রো যাত্রীদের কথা মাথায় রেখে আগামী ১ ফেব্রুয়ারি থেকে টোকেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেট্রো টিকিট কাউন্টার এবং স্মার্ট কার্ড রিচার্জ মেশিনেও পাওয়া যাবে টোকেন।"

এছাড়াও মুখ্যমন্ত্রীর পূর্বের বার্তা অনুযায়ী, কোভিডের কথা মাথায় রেখে টোকেনগুলি স্যানিটাইজার মেশিনের মাধ্যমে নিয়মিত স্যানিটাইজ করা হবে। প্রতিটি মেট্রো স্টেশনে থাকবে এই স্যানিটাইজিং মেশিন। জানা যাচ্ছে, স্যানিটাইজিং মেশিনের ভিতরে টোকেনগুলি মাত্র ৪ মিনিটে অতি বেগুনি রশ্মির মাধ্যমে স্যানিটাইজ করা হবে।