এবার রাজ্য পুলিশের কাছে নিরাপত্তার খতিয়ান চাইল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 20/02/2022   শেষ আপডেট: 20/02/2022 5:54 p.m.

আগামী ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮ পুরসভায় রয়েছে পুরনির্বাচন

রাজ্যে (West Bengal Municipal Election 2022) ইতিমধ্যেই কলকাতা-সহ চার পুরনিগমের ভোট সম্পন্ন হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৮ পুরসভায় রয়েছে পুরনির্বাচন। হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন, তার আগে রাজ্য পুলিশের কাছে নিরাপত্তার খতিয়ান চাইল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। কোন পুরসভায় কেমন নিরাপত্তা? কতখানি ব্যবস্থা নেওয়া হচ্ছে পুরভোট নিয়ে? পুরসভা গুলিতে পুলিশের রুট মার্চ ঠিকভাবে হচ্ছে কি না, সব কিছু মিলিয়েই রিপোর্ট তলব করল রাজ্য নির্বাচন কমিশন।

উল্লেখ্য, কমিশনের কাছে অভিযোগ বিভিন্ন পুরএলাকাতেই রুট মার্চ হচ্ছে না। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই রিপোর্ট তলব করল কমিশন। অন্যদিকে, বাকি ১০৮টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়োগের আবেদন জানিয়ে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়।

বলাবাহুল্য, পুরভোটে কমিশনের ভূমিকায় প্রথম থেকেই অসন্তুষ্ট ছিল কলকাতা হাইকোর্ট। কোনও পুরসভায় যদি কোনও বিক্ষিপ্ত অশান্তির খবর আসে বা কোনও অসুবিধার সৃষ্টি হয়, তাহলে সব দায় গিয়ে বর্তাবে কমিশনের উপর। তার মধ্যেই পুরসভার নির্বাচনে এ বার কেন্দ্রীয় বাহিনী নয়, বরং রাজ্য পুলিশ দিয়েই নির্বাচন সারছে কমিশন। কাজেই সব মিলিয়ে বেশ চাপে রয়েছে নির্বাচন কমিশন। তাই প্রথম থেকেই কড়া হাতে রাশ টানতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন।