বঙ্গে এসে দুর্গাপুজোয় মাতবেন অমিত শাহ, খুশির জোয়ার গেরুয়া শিবিরে

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 04/08/2022   শেষ আপডেট: 04/08/2022 8:33 p.m.
অমিত শাহ্ ~ facebook.com/amitshahofficial

২০১৯ এর পর ফের ২০২২-এ কলকাতার পুজো উদ্বোধন করতে বঙ্গে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

২০১৯ এর পর ফের ২০২২-এ কলকাতার পুজো উদ্বোধন করতে বঙ্গে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, সন্তোষ মিত্র স্কয়ারের পূজো উদ্বোধনে তিনি কলকাতায় আসতে পারেন। ইতিমধ্যেই পুজো কমিটির তরফে অমিত শাহকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও খবর। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এ ব‌্যাপারে এখনও সবুজ সংকেত না মিললেও বিজেপি সূত্রের খবর, চলতি মাসের শেষের দিকেই অমিত শাহ ফের বঙ্গ সফরে আসতে পারেন।

প্রসঙ্গত, ২০১৯ সালে সল্টলেকে একটি পুজোর উদ্বোধন এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত দু'বছর করোনা পরিস্থিতি থাকার কারণে কলকাতায় কোনও পুজো উদ্বোধনে আসেননি অমিত শাহ। তবে এ বছর করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ফলে চলতি বছরে অমিত শাহের পুজোর উদ্বোধনে আসার সম্ভাবনা।

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর মূল উদ্যোক্তা তথা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ জানিয়েছেন, এই পুজোর উদ্বোধনের জন্য অমিত শাহের দিল্লির কেন্দ্রীয় কার্যালয়ে ইমেইলে আমন্ত্রণ পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ষষ্ঠী অথবা সপ্তমীর দিন এই পূজোর উদ্বোধনে কলকাতায় আসতে পারেন অমিত শাহ।