মোদি ব্রিগেডে থাকছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, যোগ দেবেন কি বিজেপিতে?

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 05/03/2021   শেষ আপডেট: 05/03/2021 3:15 p.m.
মিঠুন মোদী @twitter

বিজেপি শীর্ষ নেতারা তাকে ব্রিগেডে উপস্থিত থাকতে বললে তিনি তাতে সম্মতি জানিয়েছেন

নির্বাচন কমিশন ইতিমধ্যেই বাংলা বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে। কিন্তু এর মধ্যেও প্রায় প্রতিদিন রাজ্যের রাজনৈতিক দলগুলিতে বিভিন্ন টলিউডের তারকারা তাদের নিজেদের নাম লেখাচ্ছে। এর মধ্যেই সূত্র মারফত জানা গিয়েছে রবিবার মোদির ব্রিগেডে উপস্থিত থাকবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিজেপি শীর্ষ নেতারা তাকে আমন্ত্রণ জানালে তিনি আসার সম্মতি জানিয়েছেন বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে সেই যদি বিজেপির ব্রিগেডে উপস্থিত থাকতে পারেন তাহলে হয়ত সেদিন প্রধানমন্ত্রীর হাত ধরে তিনি গেরুয়া সিভিডিও নাম লেখাতে পারেন। প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তী ছাড়াও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সৌরভ গাঙ্গুলীর বিজেপি ব্রিগেডে উপস্থিত থাকার জল্পনা শোনা গিয়েছিল। ইতিমধ্যেই সৌরভ গাঙ্গুলী ব্রিগেডে হাজির হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন। অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের তরফে এখনো কোনো কথা জানা যায়নি।

বিজেপি শীর্ষ নেতারা জানিয়েছে যে মিঠুন চক্রবর্তীকে রবিবার ব্রিগেডে উপস্থিত থাকতে বলে তিনি তাতে সম্মতি জানিয়েছেন। তবে তিনি বিজেপিতে যোগদান করবেন নাকি তা নিয়ে কোনো কথা হয়নি। প্রসঙ্গত কয়েকদিন আগে আরএসএস প্রধান মোহন ভাগবত মিঠুন চক্রবর্তীর মুম্বাইয়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। তখন থেকেই জল্পনা চলছিল এবার হয়তো গেরুয়া শিবিরে যোগদান করবেন মিঠুন চক্রবর্তী। কিন্তু তখন তিনি জানিয়ে দিয়েছিলেন যে এই বৈঠক শুধুমাত্র আধ্যাত্বিক। রাজনীতির সাথে কোন যোগ নেই। তবে এবার মোদীর ব্রিগেড উপস্থিত থাকার খবর শুনে তার বিজেপিতে যোগ দেয়ার জল্পনা আরও প্রকট হচ্ছে।