"রক্ত বিক্রি করে কি ভারত আত্মনির্ভর হবে", গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে বিস্ফোরক টুইট মিমির

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 02/03/2021   শেষ আপডেট: 02/03/2021 7:02 p.m.
facebook @itsmimichakraborty

কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৮৪৫ টাকা ৫০ পয়সা

প্রায় প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে রান্নার এলপিজি গ্যাসের মূল্য। সেইসাথে পেট্রোল-ডিজেলের অগ্নিমূল্য ভাঁজ ফেলেছে মধ্যবিত্তদের কপালে। দেশের বিভিন্ন রাজ্যে পেট্রোল সেঞ্চুরি ছুঁয়েছে। অন্যদিকে ডিজেলের দাম আশি পার। এছাড়া রান্নার গ্যাসের দাম এক মাসে কয়েকবার বেড়ে মধ্যবিত্তের নাগালের বাইরে যেতে বসেছে। মাত্র পাঁচ দিনের মাথায় গত সোমবার আবারও ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম ২৫ টাকা ফের বেড়েছে। এখন কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডারের দাম ৮৪৫ টাকা ৫০ পয়সা। এক মাস অর্থাৎ ফেব্রুয়ারিতেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে ১২৫ টাকা। আগের তিনমাস ধরলে মোট বেড়েছে ২২৫ টাকা। বারংবার দাম বৃদ্ধিতে মধ্যবিত্তদের আশঙ্কা এবার কি তাহলে রান্নার গ্যাসের দাম ১০০০ ছুঁয়ে ফেলবে?

আজ অর্থাৎ মঙ্গলবার রান্নার গ্যাসের ক্রমবর্ধমান দাম নিয়ে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন টলিউড অভিনেত্রী তথা যাদবপুরে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। তিনি আজ টুইটে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে বলেছেন, "আজ সকালে আমার বাড়িতে রান্নার গ্যাস এসেছে। আমি গ্যাসের দাম দেখে মাথা ঘুরে পড়ে গেছি। কি হলো মোদির প্রতিশ্রুতির? এবার কি সাধারণ মানুষ রক্ত বিক্রি করে ভারতকে আত্মনির্ভর করবে?"