Hanskhali Rape Case : হাঁসখালির ধর্ষণ কান্ডে তদন্তের দায়িত্ব পেল CBI

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 12/04/2022   শেষ আপডেট: 12/04/2022 9:40 p.m.
কলকাতা হাইকোর্ট

নির্দেশ কলকাতা হাই কোর্টের

হাঁসখালির ধর্ষণ কান্ডে এবার তদন্ত করবে সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছেই হাঁসখালি ধর্ষণ কান্ডের সমস্ত দায়ভার দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। হাই কোর্টের মন্তব্যে খুশি বিরোধীদল। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ দিয়ে জানায়, 'রাজ্যের তদন্তকারী সংস্থা অবিলম্বে সিবিআইয়ের হাতে সমস্ত নথি হস্তান্তর করবে। এবং ২ মে'র মধ্যে রিপোর্ট পেশ করতে হবে সিবিআইকে।'

আদালতের পর্যবেক্ষণ, তদন্তের স্বচ্ছতা এবং নির্যাতিতার পরিবার এবং রাজ্যবাসীর বিশ্বাস অক্ষুণ্ণ রাখতে এই তদন্ত সিবিআইকে দেওয়া উচিত। ইতিমধ্যেই এই তদন্তের যে সমস্ত নথি, কাগজপত্র তৈরি হয়েছে, তা রাজ্যকে সিবিআইয়ের হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

প্রসঙ্গত, হাঁসখালি ধর্ষণ কান্ডে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে একের পর এক অভিযোগ। আদালতের পর্যবেক্ষণ, পুলিলের কেস ডায়েরি এবং আদালতে দেওয়া রাজ্যের বয়ান এক নয়। তাই নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিবিআইয়ের হাতেই গেল হাঁসখালি ধর্ষণ কান্ডের তদন্তভার।