খাস কলকাতায় রেস্তোরাঁয় আগুন ভরদুপুরে, ঘটনাস্থলে দমকলের ৫ টি ইঞ্জিন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 27/02/2021   শেষ আপডেট: 27/02/2021 5:53 p.m.

আজ কলকাতার গনেশচন্দ্র এভিনিউয়ের এক রেস্তোরাঁর গোডাউনে হঠাৎ করে আগুন লেগে যায়

আজ অর্থাৎ শনিবার ফের এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী রইল কলকাতা শহর। আজ দুপুর নাগাদ গনেশচন্দ্র এভিনিউয়ের এক রেস্তোরাঁর গোডাউনে হঠাৎ করে আগুন লেগে যায়। জানা গিয়েছে যখন আগুন লাগে তখন রেস্তোরাঁয় অনেক গ্রাহক ছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫ টি ইঞ্জিন। এছাড়াও ঘটনাস্থল পরিদর্শনে কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা পৌঁছে যান। আসলে যে রেস্তোরাঁয় আগুন লাগে তা বেশ ঘনবসতিপূর্ণ এলাকায়। রেস্তোরাঁর গোডাউনে দাহ্য পদার্থ থাকায় অনেকেই আশঙ্কা করেছিল এই আগুন অনেক বেশি ছড়িয়ে যাবে। তাই দমকলবাহিনী আগুন নেভানোর পাশাপাশি কুলিং প্রক্রিয়া চালু করে যাতে ধিকিধিকি করে জ্বলতে থাকা আগুন না ছড়াতে পারে।

রেস্তোরাঁর সিঁড়ির পাশে খুব ছোট জায়গায় গোডাউন ছিল এবং তার চারিধারে ইলেকট্রিক তার জড়িয়েছিল। এছাড়াও সেখানেই ছিল রেস্তোরাঁর মিটারবক্স। তাই প্রাথমিকভাবে আগুন লাগার পর অনেকে আশঙ্কা করেছিল যে এই আগুন দ্রুত ছড়িয়ে পড়বে। কিন্তু দমকল বাহিনীর তৎপরতায় তেমন কোনো দুর্ঘটনা হয়নি। এছাড়া আগুন লাগতেই সবাইকে বার করে নিয়ে আসায় এখনও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।