ভয়াবহ আগুন কলকাতায় পূর্ব রেলের সদর দপ্তরে, ঘটনাস্থলে গেছেন দমকল মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 08/03/2021   শেষ আপডেট: 08/03/2021 9:13 p.m.

সন্ধ্যা ৬ টা ১৫ নাগাদ স্ট্যান্ড রোডে নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১৩ তলায় আগুন ছড়িয়ে যায়

ফের বিধ্বংসী অগ্নিকান্ডে ঘটনার সাক্ষী রইল খোদ কলকাতা শহর। আজ অর্থাৎ সোমবার সন্ধ্যা ৬ টা ১৫ নাগাদ স্ট্যান্ড রোডে নিউ কয়লাঘাট বিল্ডিংয়ের ১৩ তলায় পূর্ব রেলের সদর কার্যালয় ভবনে আগুন ছড়িয়ে পড়ে। সেই তলায় পূর্ব রেলের চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের অফিস ছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তড়িঘড়ি দমকলের ছটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। তারপর পরিস্থিতি হাতের নাগাল থেকে বেরিয়ে যাওয়ায় আরো বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছিল। আসলে ১৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দমকল কর্মীদের আগুনের কাছে পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে।

দমকল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক অনুমান করা হচ্ছে যে সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন এর জিনিসে আগুন লেগে গেছিল। তারপর তা গোটা তলায় দ্রুত ছড়িয়ে পড়ে। আর বহুতল হওয়ায় দ্রুত এই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের জেরে গোটা বিল্ডিংয়ে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। তবে ঘটনার জেরে এখন ও কারুর মৃত্যু হয়েছে বলে জানা যায়নি। তবে বিল্ডিংয়ের তলায় থাকা গাড়ির পার্কিংয়ে অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে হাইড্রোলিক সিঁড়ি দিয়ে দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।