ফের ধাক্কা খেল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, পিছিয়ে গেল ডেডলাইন

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 14/05/2022   শেষ আপডেট: 14/05/2022 12:05 p.m.
কলকাতা মেট্রো ~Facebook

মেট্রো সুড়ঙ্গের বিপত্তির কারণে সাত-আট মাস পিছিয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ

ফের ধাক্কা খেল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ। ২০২৩ সালের জানুয়ারিতে এই মেট্রো প্রকল্পের কাজ শেষ করার 'ডেডলাইন' ছিল। কিন্তু মেট্রোর সুড়ঙ্গ ঘিরে বিতর্কের জেরে আবার ধাক্কা খেল ইস্ট-ওয়েস্ট মেট্রো। কাজেই সেই কাজ শেষ হতে আরও সাত-আট মাস দেরি হবে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর চন্দ্রনাথ ঝাঁ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'মেট্রো সুড়ঙ্গের বিপত্তির কারণে সাত-আট মাস পিছিয়ে গেল ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ। মেট্রোর সুড়ঙ্গের অবস্থা ভাল নয়। সেই কারণে আরও পর্যবেক্ষণ জরুরি রয়েছে। বিপত্তি হয়েছে, তাই স্বাভাবিকভাবে টাইমলাইন পিছোতে হচ্ছে।"

উল্লেখ্য, ২০১৯ সালের আতঙ্ক আবার ফিরেছে কলকাতায়। বউবাজারে মেট্রোর কাজের জেরে একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তাই এই পরিস্থিতিতে উদ্বেগে মেট্রো রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত পরিষেবা চালু হয়েছে। শিয়ালদহ মেট্রো স্টেশন তৈরির কাজ শেষ হয়ে গেলেও সেখান থেকে মেট্রো পরিষেবা শুরু হয়নি।