পানীয় জলের পাইপ লাইনে নিকাশি নালার জল মিশে ডায়রিয়ার প্রকোপে শতাধিক গড়িয়াবাসী

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 21/02/2021   শেষ আপডেট: 21/02/2021 5:54 p.m.
ডায়ারিয়া ওষুধ @pixabay

ওয়ার্ড কো-অর্ডিনেটর চয়ন ভট্টাচার্য্য বলেছেন, KEIIP প্রকল্পের কাজ চলছে।

গড়িয়া ব্রহ্মপুরে আবারো ডায়রিয়ার করাল গ্রাস। নিকাশি নালার জল পানীয় জলের পাইপ এর মিশে যাবার ফলে বিপত্তি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। অন্যদিকে পুরসভা জানিয়েছে এই ব্যাপারটি তারা খতিয়ে দেখছে। কলকাতা পুরসভার ১১১ নম্বর ওয়ার্ডে ডায়রিয়ার প্রকোপ দেখা গিয়েছে। সম্প্রতি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন গড়িয়া ব্রহ্মপুর রবীন্দ্রপল্লীর শতাধিক বাসিন্দা। বাসিন্দারা অভিযোগ জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে পুরসভার পাইপলাইনে দুর্গন্ধযুক্ত জল আসছে। এই জল পানের অযোগ্য।

বাধ্য হয়ে তাদের পরিশ্রুত জল কিনে খেতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার নিকাশি নালার জল পানীয় জলের পাইপ এর সঙ্গে মিশে যাচ্ছে। এই কারণেই হচ্ছে এই বিপত্তি। এই পরিস্থিতি আরও বাড়তে পারে বলে ধারণা স্থানীয় চিকিৎসকদের। ডায়রিয়ার প্রকোপ নিয়ে আবার রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কলকাতা পুরসভার সিপিএম নেতা এবং ওয়ার্ড কো-অর্ডিনেটর চয়ন ভট্টাচার্য্য বলেছেন, KEIIP প্রকল্পের কাজ চলছে। এইজন্য নিকাশি নালার জল রেনিয়া খালে পড়ার কথা। কিন্তু পুরসভার বৈঠকে আমাকে ডাকা হয়নি। আমি পুরো বিষয়টি পুরসভাকে জানিয়েছি। কিন্তু বর্তমানে ডায়রিয়ার প্রকোপ অত্যন্ত বৃদ্ধি পাওয়ার কারণে আতঙ্কে গড়িয়াবাসী।