ফের চড়া রান্নার গ্যাস, দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 01/10/2021   শেষ আপডেট: 01/10/2021 8:21 a.m.

১৯ কেজি রান্নার গ্যাসের মূল্য ৩৫ টাকা বেড়ে নতুন দাম ১,৮০৫ টাকা ৫০ পয়সা

পুজোর মুখেই ফের বাড়ল জ্বালানির মূল্য। এবার দাম বাড়ল রান্নার গ্যাসের। আমজনতার উপর বাড়তি চাপ ফের ভোগান্তি পুজোর মুখে। অনেকটাই দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় প্রায় বাড়ল ৩৫ টাকা। এই দাম বাড়ার ফলে এখন থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কলকাতায় বিক্রি হবে ১,৮০৫ টাকা ৫০ পয়সা। গত মাসেই ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বেড়ে ৯১১ টাকা হয়েছে। এবার আবার বাড়ল বাণিজ্যিক গ্যাসের মূল্য।

আর দিন কয়েক পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই করোনা অতিমারির মধ্যে মানুষ কতটা পুজোর আনন্দের জোয়ারে গা ভাসাবেন, তা সময়ই বলবে, তবে এরমধ্যেই রাজ্য সরকার পুজোর ক'টা দিন রাত্রিকালীন কার্ফু শিথিল করেছে। পুজোর সময় এমনিতেই বাণিজ্যিক গ্যাসের বাড়তি চাহিদা থাকে। এমন অবস্থায় দাম বৃদ্ধিতে ব্যবসায়ীদের উপর বাড়তি চাপ পড়ল বলছেন ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, এর আগেই বাণিজ্যিক গ্যাসের মূল্য ৭৩ টাকা ৫০ পয়সা বেড়েছিল। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের মূল্য হয়েছিল ১,৭৭০ টাকা ৫৯ পয়সা। এরমধ্যেই ফের বাড়ল ৩৫ টাকা। তাই এখন থেকে কলকাতার বাজারে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস কিনতে হলে ১,৮০৫ টাকা ৫০ পয়সা গুনতে হবে। অল্প সময়ের মধ্যেই ফের দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের মাথায় হাত। বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য। এমনিতেই বাড়ির কাজে ব্যবহৃত ১৪.২ কেজি গ্যাসের দাম ৯০০ টাকা ছাড়িয়েছে, বেড়েছে পেট্রোপণ্যের দামও। এমন অবস্থায় ফের বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় মানুষের উদ্বেগ বাড়িয়েই চলেছে, বলছেন ওয়াকিবহাল মহল।