তাঁবুর উদ্বোধনে গিয়ে মোহনবাগানকে ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: 10/08/2022   শেষ আপডেট: 10/08/2022 5:53 p.m.
facebook.com/MamataBanerjeeOfficial/

মোহনবাগান নিয়ে আলোচনা হলেই সবার প্রথমে মায়ের কথা মনে পড়ে, স্মৃতিচারণ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কালীঘাটের (Kalighat) বাড়ি থেকে মোহনবাগান (Mohun Bagan Club Tent) তাঁবুর দূরত্ব খুব বেশি না হলেও, কাজের চাপে কখনও নিজের প্রিয় ক্লাবে আসা হয়নি মুখ্যমন্ত্রীর। তবে আজ, বুধবার নতুন করে সেজে ওঠা এই সবুজ-মেরুন তাঁবুরই উদ্বোধনে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।মোহনবাগান তাঁর কাছে 'অতুলনীয়'। মোহনবাগান মানে ঐতিহ্য, গর্বের ইতিহাস, মন ভাল করা মুহূর্ত, আবেগ-ভালবাসা, নানা স্মৃতির আনা-গোনা - আজ উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী।

তাঁর কথায়, "মোহনবাগান নিয়ে আলোচনা হলেই সবার প্রথমে মায়ের কথা মনে পড়ে। একবার পেলে এসেছিলেন। গোল করেছিল। উথালপাথাল হয়েছিল বাংলা। আর মা পুজো পাঠাচ্ছে কালীবাড়িতে। মোহনবাগানের খেলা থাকলেই মা পুজো পাঠাত।"

বর্তমানে ঢেলে সাজানো হয়েছে সবুজ-মেরুন তাঁবু। কনফারেন্স রুম থেকে ক্যান্টিন-সবেতেই লেগেছে নতুনত্বের ছোঁয়া। আজ সবুজ-মেরুন তাঁবুর উদ্বোধনে গিয়ে ক্লাবের জন্য ৫০ লক্ষ টাকা অনুদানও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।